BCS Job Solution
BCS Preliminary Examination
৪৪তম বিসিএস
অ্যামাজন এর ক্লাউড প্লাটফর্ম কোনটি ?ক । Azure খ । AWS গ । Cloudera ঘ । ঊপরের সবগুলো
খ । AWS
নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ Computer System ব্যবহার করতে পারে না এবং Computer System কে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয় ?
ক । Phishing খ । Denial of Service গ । Ransomware ঘ । Man-in-the-Middle
গ । Ransomware
SCSI এর পূর্ণরূপ কি ?
ক । Small Computer System Interface খ । Small Computer Software Interface গ । Small Computer Storage Interface ঘ । Small Computer Standard Interface
ক । Small Computer System Interface
নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে ?
ক । Scanner খ । Mouse গ । Touch Screen ঘ । Projector
গ । Touch Screen
নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫ এর সমতুল্য ?
ক । ৫৫ খ । ৭৭ গ । ৬৭ ঘ । ৮৭
গ । ৬৭
নিচের কোনটি System Software নয় ?
ক । Linux খ । Android গ । Mozilla Firefox ঘ । Apple iOS
গ । Mozilla Firefox
নিচের কোন Protocol টি ইন্টারনেটে তথ্য আদান প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে ?
ক । FTP খ । HTTPS গ । TCP ঘ । DNS
খ । HTTPS
Piconet কি ?
ক । Wifi Network খ । Wide Area Network গ । Bluetooth Network ঘ । 5G Network
গ । Bluetooth Network
এক মেশিন থেকে অন্য মেশিনে ই মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার করা হয় ?
ক । FTP খ । RPC গ । SNMP ঘ । SMTP
ঘ । SMTP
যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি করা হয় তাকে ….. বলে ?
ক । Program Virus খ । Worms গ । Trojan Horse ঘ । Boot Virus
খ । Worms
নিচের কোন প্রতিষ্ঠানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত ?
ক । ISO খ । ITU গ । 3GPP ঘ । ETSI
গ । 3GPP
নিচের কোনটি Open Source Software নয় ? প্রশ্নটি ভুল আছে প্রশ্নটি হবে নিচের কোনটি Open Source Software
ক । Google Chrome খ । Microsoft Windows গ । Zoom ঘ । Adobe Photoshop
ক । Google Chrome
নিচের কোনটি Structured Query Language নয় ?
ক । Java খ । MySQL গ । Oracle ঘ । উপরের সবগুলো
ক । Java
ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় HostName কে IP Address এ অনুবাদ করে ?
ক । FTP Server খ । Firewall গ । DNS Server ঘ । Gatewa
গ । DNS Server
নিচের কোন মডেল টি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করতে পারে না ?
ক । CaaS খ । IaaS গ । PaaS ঘ । SaaS
ক । CaaS
৪৩তম বিসিএস
নিচের কোনটি Antivirus Software নয় ?ক । Oracle খ । McAfee গ । Norton ঘ । Kaspersky
ক । Oracle
RFID বলতে বুঝায় -
ক । Random Frequency Identification খ । Random Frequency Information গ । Radio Frequency Identification ঘ । Radio Frequency Information
গ । Radio Frequency Identification
নিচের কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় ?
ক । অপটিক্যাল ফাইবার খ । তামার তার গ । কো এক্সিয়াল ক্যাবল ঘ । ওয়্যারলেস মিডিয়া
ক । অপটিক্যাল ফাইবার
কোন চিহ্নতি ই মেইল ঠিকানায় অবশ্যই থাকবে ?
ক । @ খ । # গ । & ঘ । $
ক । @
১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি ?
ক । ১৬ খ । ২৪ গ । ৪৬ ঘ । ৫৪
গ । ৪৬
DNS Server কাজ হচ্ছে ………… কে ……………… এ পরিবর্তন করা ?
ক । Domain Name, IP খ । MAC Address, IP গ । Email, DNS ঘ । Email, IP
ক । Domain Name, IP
নিচের কোনটি Open Source DBMS ?
ক । MySQL খ । Microsoft SQL Server গ । Microsoft Access ঘ । Oracle
ক । MySQL
নিচের কোনটি Output Device নয় ?
ক । Monitor খ । Printer গ । Microphone ঘ । Speaker
গ । Microphone
নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে ?
ক । URL খ । http গ । www ঘ । HTML
ক । URL
নিচের কোন প্রযুক্তিটি Pay as You Go সার্ভিস মডেল অনুসরণ করে ?
ক । Cloud Computing খ । Internet of Things IOT গ । Client Server Systems ঘ । Big Data Analysis
ক । Cloud Computing
যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমুহ কোন একটি সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কি নামে পরিচিত ?
ক । Phishing খ । Man in the Middle গ । Denial of Service ঘ । উপরের কোনটিই নয়
গ । Denial of Service
নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত ?
ক । Round Robin খ । Priority Scheduling গ । Shortest Job First ঘ । Youngest Job First
ক । Round Robin
নিচের কোনটি Face Recognition System এর সহায়ক ভুমিকা পালন করে ?
ক । Applied Internet of Things IOT খ । Applied Artificial Intelligence গ । Virtual Reality ঘ । উপরের কোনটিই নয়
ক । Applied Internet of Things IOT
নিচের কোন মেমোরিতে Access Time সবচেয়ে কম ?
ক । SSD খ । RAM গ । Registers ঘ । Cache Memory
গ । Registers
নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয় ?
ক । Modem খ । Router গ । Switch ঘ । HUB
ক । Modem
Key Board এবং CPU এর মধ্যে কোন পদ্ধতিতে Data Transmissionহয় ?
ক । Simplex খ । Duplex গ । Half Duplex ঘ । Triplex
ক । Simplex
Blockchain এর প্রতিটি Block কি তথ্য বহন করে ?
ক । A hash pointer to the previous block খ । Timestamp গ । List of Transections ঘ । উপরের সবগুলো
ঘ । উপরের সবগুলো
নিচের কোনটি Bluetooth এর IEEE Standard ?
ক । IEEE 802.15 খ । IEEE 802.1 গ । IEEE 802.3 ঘ । IEEE 802.1
ক । IEEE 802.15
নিচের কোনটি Multi Tasking Operating Systemনয় ?
ক । DOS খ । Windows গ । Linux ঘ । Windows NT
ক । DOS
৪১তম বিসিএস
যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম?ক। AND গেইট খ । OR গেইট গ । NAND গেইট ঘ। উপরের কোনটিই নয় ।
উত্তরঃ NAND
নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?
ক। Wi – Fi খ। Bluetooth গ। Wi – Max ঘ। Cellular Network
উত্তরঃ Bluetooth
নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?
ক। ১১১ খ। ১০১ গ। ০১১ ঘ। ০০১
উত্তরঃ ০১১
RFID বলতে বোঝায়?
ক। Random Frequency Identification খ। Random Frequency Information গ। Radio Frequency Information ঘ। Radio Frequency Identification
উত্তরঃ Radio Frequency Identification
নিচের কোনটি সঠিক নয়?
ক। (A+B) = A.B খ। (A+B) = A+B গ। (A.B.C) = A+B+C ঘ। (A+B+C) = A.B.C
উত্তরঃ খ। (A+B) = A+B
Apache এক ধরনের?
ক। Database Management System (DBMS ) খ। Web Server গ। Web Browser ঘ। Protocol
উত্তরঃ Web Server
ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?
ক। অবকাঠামোগত খ। প্ল্যাটফর্মভিত্তিক গ। সফটওয়্যার ঘ। উপরের সবগুলো
উত্তরঃ উপরের সবগুলো
কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
ক। বাস টপোলজি খ। রিং টপোলজি গ। স্টার টপোলজি ঘ। ট্রি টপোলজি
উত্তরঃ স্টার টপোলজি
একটি কম্পিউটার boot করতে পারেনা যদি তাতে না থাকে?
ক। Compiler খ। Loader গ। Operating System ঘ। Bootstrap
উত্তরঃ Bootstrap
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়?
ক। Oracle খ। McAfee গ। Norton ঘ। Kaspersky
উত্তরঃ Oracle
যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে?
ক। Machine Language খ। C গ। Java ঘ। Python
উত্তরঃ Machine language
API মানে?
ক। Advanced Processing Information খ। Application Processing Information গ। Application Programming Interface ঘ। Application Processing Interface
উত্তরঃ Application Programming Interface
মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি?
ক। ইমেইল সার্ভার খ। ওয়েব সার্ভার গ। ডাটাবেইস সার্ভার ঘ। ফাইল সার্ভার
উত্তরঃ ওয়েব সার্ভার
ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
ক। ১০ – ৩০ মিটার খ। ১০ – ৫০ মিটার গ। ১০ – ১০০ মিটার ঘ। ১০ – ৩০০ মিটার
উত্তরঃ ১০ -১০০ মিটার
একটি সিস্টেম যেখানে আইটেমগুলো একপ্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম?
ক। Array খ। Linked List গ। Stack ঘ। Queue
উত্তরঃ linked list
৪০ তম বিসিএস
১। নিচের কোনটি Octal Number নয় ?ক। 19 | খ। 77 |
গ। 15 | ঘ। 101 |
ক। Tuple | খ। Attributes |
গ। Tables | ঘ। Rows |
ক। Personal Area Network | খ। Local Area Network |
গ। Virtual Private Network | ঘ। No all Above |
ক। Simplex | খ। Half Duplex |
গ। Full Duplex | ঘ। None of Them |
ক। 01010010 | খ। 01110011 |
গ। 00001100 | ঘ। 11110000 |
ক। Netscape Navigator | খ। World Wide Web |
গ। Internet Explorer | ঘ। Safari |
ক। Physical Address | খ। Logical Address |
গ। Both Physical & Logical | ঘ। None of Them |
ক। OMR | খ। OCR |
গ। MICR | ঘ। Scanner |
ক। File Transfer | খ। VoIP |
গ। Data Security | ঘ। File Download |
ক। Interpreter | খ। Emulator |
গ। Compiler | ঘ। Simulator |
ক। Mouse | খ। Microphone |
গ। Touch Screen | ঘ। Printer |
ক। Fire Attacks | খ। Unauthorized Access |
গ। Virus Attacks | ঘ। Data Driven Attacks |
ক। Round Robin | খ। First Come First Serve |
গ। Shortest Job First | ঘ। Last Come First Serve |
ক। ইমেজ | খ। অডিও ও টেক্সট |
গ। ভিডিও | ঘ। উপরের সবগুলোই |
ক। less 100 MHZ | খ। less 1 GHZ |
গ। less 2 GHZ | ঘ। Infrared Range |
bcs exam 41th bcs
৩৮ তম বিসিএস
১। 10101111 এর 1’s Complement কত ?ক। 11111111 | খ। 00000000 |
গ। 10100000 | ঘ। 11000011 |
ক। তামার তার | খ। কো এক্সিয়াল ক্যাবল |
গ। অপটিক্যাল ফাইবার | ঘ। ওয়্যারলেস মিডিয়া |
ক। বিকন অন্বেষা | খ। ব্র্যাক অন্বেষা |
গ। নোয়া ১৮ | ঘ। নোয়া ১৯ |
ক। POP3 | খ। POP9 |
গ। HTML | ঘ। SMTP |
ক। A+0=A | খ। A.A’=1 |
গ। A.1=A | ঘ। A+A’=1 |
ক। 8 | খ। 16 |
গ। 4 | ঘ। 2 |
ক। Address Bus | খ। Input Reader Bus |
গ। Data Bus | ঘ। Control Bus |
ক। Malware | খ। Firmware |
গ। Virus | ঘ। Flip Flop |
ক। AND | খ। OR |
গ। XOR | ঘ। NAND |
ক। Windows XP | খ। Windows 98 |
গ। MS DOS | ঘ। Windows 7 |
ক। ভাইরাস ধ্বংসের জন্য | খ। খারাপ সেক্টরসমুহ পরিক্ষা করতে |
গ। ডিক্স এর ফাইলগুলোকে পুন বির্ন্যস্ত করতে | ঘ। ডিক্স ফরমেট করতে |
ক। Ekhanei.com | খ। olx.com |
গ। Google.com | ঘ। amazon.com |
ক। TCP/IP | খ। Novel Netware |
গ। NetBeui | ঘ। Linux |
ক। $ | খ। # |
গ। & | ঘ। @ |
ক। ৭ | খ। ৫ |
গ। ৯ | ঘ। ৮ |
ক। ফেসবুক | খ। লিংকড ইন |
গ। টুইটার | ঘ। উইকিপিডিয়া |
bcs exam 41th bcs
৩৭তম বিসিএস
১। কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গানিতিক সিদ্ধান্ত গ্রহনের কাজ করে?ক। এ এল ইউ | খ। কন্ট্রোল ইউনিট |
গ। রেজিস্টার ইউনিট | ঘ। কোনটিই নয় |
ক। AND | খ। NOR |
গ। Ex-OR | ঘ। OR |
ক। C | খ। DOS |
গ। CP/M | ঘ। XENIX |
ক। নেটওয়ার্ক এর মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার | খ। একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার |
গ। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া | ঘ। উপরের কোনটিই নয় |
ক। ১২৮ | খ। ৩২ |
গ। ১২ | ঘ। ৬ |
ক। ২৫৬ টি | খ। ৪০৯৬ টি |
গ। ৬৫৫৩৬ টি | ঘ। ৪২৯৪৯৬৭২৯৬ টি |
ক। OMR | খ। COM |
গ। Plotter | ঘ। Monitor |
ক। এটির নির্মাতা গুগল | খ। এটি লিনাক্স কার্নেল নির্ভর |
গ। এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি | ঘ। উপরের সবগুলো |
ক। অ্যাপেল | খ। গুগল |
গ। মাইক্রোসফট | ঘ। আইবিএম |
ক। RAM | খ। ROM |
গ। Mercury Delay Lines | ঘ। Resistors |
ক। ১৯৯০ সালে | খ। ১৯৮৮ সালে |
গ। ১৯৯৪ সালে | ঘ। ১৯৯৮ সালে |
ক। Simple Message Transmission Protocol | খ। Strategic Mail Transfer Protocol |
গ। Strategic Mail Transmission Protocol | ঘ। Simple Mail Transfer protocol |
ক। প্রোগ্রাম | খ। প্রোটোকল |
গ। প্রোগ্রামিং | ঘ। ফ্লোচার্ট |
ক। Queue | খ। Stack |
গ। Union | ঘ। Array |
ক। তামার তার | খ। অপটিক্যাল ফাইবার |
গ। তারহীন সংযোগ | ঘ। উপরের সবকটি |
bcs exam 41th bcs
৩৬ বিসিএস
১। নিচের কোন মেমোরিটি Non-Volatile?ক। SRAM | খ। DRAM |
গ। ROM | ঘ। All of the above |
ক। C | খ। Java |
গ। Assembly Language | ঘ। Machine Language |
ক। ১ কিলোবাইট = ১০২৪ বাইট | খ। ১ মেগাবাইট = ১০২৪ বাইট |
গ। ১ কিলোবাইট = ১০০০ বাইট | ঘ। ১ মেগাবাইট = ১০০০ বাইট |
ক। IEEE 802.11 | খ। IEEE 804.11 |
গ। IEEE 803.11 | ঘ। IEEE 806.11 |
ক। WAN | খ। Satellite Communication |
গ। MAN | ঘ। TV রিমোর্ট |
ক। (1100)2 | খ। (11000)2 |
গ।(01100)2 | ঘ। কোনটিই নয় |
ক। Worldwide Interoperability for Microwave Access | খ। Worldwide Internet for Microwave Access |
গ। Worldwide Interconnection for Microwave Access | ঘ। কোনটিই নয় |
ক। A + A =1 | খ। A . A=1 |
গ। A+A=2A | ঘ। কোনটিই নয় |
ক। 8 | খ। 16 |
গ। 32 | ঘ। কোনটিই নয় |
ক। keyboard | খ। Touch Screen |
গ। Camera | ঘ। Power Supply |
ক। Oracle | খ। C |
গ। MS-Word | ঘ। কোনটিই নয় |
ক। এটি একটি বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস | খ। এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত |
গ। ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয় | ঘ। উপরের সবগুলোই |
ক। বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার জন্য | খ। দুই বা তার অধিক ভিন্ন ধরণের নেটওয়ার্ক সংযুক্ত করার জন্য |
গ। এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মত কাজ করে | ঘ। কোনটিই নয় |
ক। RAM | খ। Hard Disk |
গ। Pen Drive | ঘ। কোনটিই নয় |
ক। ইনপুট | খ। আউটপুট |
গ। মেমোরি | ঘ। কোনটিই নয় |
bcs exam 41th bcs
৩৫ বিসিএস
১। কম্পিউটার সিস্টেম এ scanner একটি কোন ধরণের যন্ত্র?ক। Input | খ। Output |
গ। উভয়েই | ঘ। কোনটিই নয় |
ক। অ্যালুমিনিয়াম | খ। সিলিকন |
গ। প্লাস্টিক | ঘ। কোনটিই নয় |
ক। নির্ধারিত ফাইল কপি করা | খ। আগের প্রগ্রামে ফিরে যাওয়া |
গ। সবশেষ পরিবর্তন undo করা | ঘ। কোনটিই নয় |
ক। অর্থ সাশ্রয় | খ। সময় সাশ্রয় |
গ।স্থান সাশ্রয় | ঘ। উপরের সবগুলোই |
ক। ekanei.com | খ। google.com |
গ। Olx.com | ঘ। Amazon.com |
ক। Task Bar | খ। Menu Bar |
গ। Notification area | ঘ। Web Browser |
ক। Read Only | খ। Read |
গ। Read from | ঘ। উপরের সবগুলোই |
ক। Magnetic Ink Character Reader | খ। Magnetic Ink Code Reader |
গ। Magnetic Ink Case Reader | ঘ। কোনটিই নয় |
ক। Data Definition Language | খ। Data Manipulation Language |
গ। Query Language | ঘ। উপরের সবগুলোই |
ক। ২০০৪ | খ। ২০০৬ |
গ। ২০০৩ | ঘ। ২০০৮ |
ক। IOS | খ। Android |
গ। Windows Phone | ঘ। Symbian |
ক। ভয়েস টেলিফোনি | খ। ভিডিও কল |
গ। মোবাইল টিভি | ঘ। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা |
ক। Bill Gates | খ। Andrew S Grove |
গ। Tim Cook | ঘ। Lawrence J. Ellison |
ক। RAM | খ। Terminal |
গ। Clipboard | ঘ। Hard Disk |
ক। Super Computer | খ। Server |
গ। Network | ঘ। Enterprise |
বিসিএস ১২ থেকে ৩৪
১। The term PC means – (বিসিএস ৩৪)ক। Private Computer | খ। Prime Computer |
গ। Personal Computer | ঘ। Professional Computer |
ক। ১৯৫৯ | খ। ১৯৬৫ |
গ। ১৯৬৯ | ঘ। ১৯৮১ |
ক। একটি মডুলেটর | খ। একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর |
গ। একটি কোডেক | ঘ। একটি এনকোডার |
ক। একটি ক্ষতিকারক জীবাণু | খ। একটি ক্ষতিকারক সার্কিট |
গ। একটি ক্ষতিকারক চুম্বক ফ্ল্যাশ | ঘ। একটি ক্ষতিকারক প্রোগ্রাম |
ক। ওয়াইম্যাক্স | খ। সি-মস |
গ। ব্ল টুথ | ঘ। ব্রডব্যান্ড |
ক। প্রতিসরণ | খ। বিচ্ছুরণ |
গ। অপবর্তন | ঘ। অভ্যন্তরীণ প্রতিফলন |
ক। খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল | খ। খুব সুক্ষ সুপরিবাহী তামার তার তন্তু নল |
গ। খুব সরু এসবেস্টোস ফাইবার নল | ঘ। সুক্ষ প্লাস্টিক ঘটিত নল |
ক। ই-মেইল | খ। ইন্টারকম |
গ। ইন্টারনেট | ঘ। টেলিকমিউনিকেশন |
ক। RAM | খ। ROM |
গ। Hardware | ঘ। Software |
ক। কমপ্যাক, ১৯৮৫ | খ। এপসন, ১৯৮১ |
গ। আইবিএম, ১৯৮৩ | ঘ। অ্যাপল, ১৯৭৭ |
ক। স্থায়ী চুম্বক | খ। অস্থায়ী চুম্বক |
গ। সংকর চুম্বক | ঘ। প্রাকৃতিক চুম্বক |
ক। ৪ জানুয়ারি, ১৯৯০ | খ। ৩ ফেব্রুয়ারি, ১৯৯০ |
গ। ৩ মার্চ ১৯৯০ | ঘ। ৪ জানুয়ারি ১৯৯১ |
ক। এলইডি | খ। আইসি |
গ। এলসিডি | ঘ। সিলকন চিপ |
ক। অর্থ | খ। ডাক ও টেলিযোগাযোগ |
গ। বিজ্ঞান ও প্রযুক্তি | ঘ। পররাষ্ট্র |
ক। ছোট কুকুর | খ। পর্বতারোহণ সামগ্রী |
গ। বাদ্যযন্ত্র | ঘ। ছোট কম্পিউটার |
ক। স্মৃতি | খ। বুদ্ধি বিবেচনা |
গ। দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা | ঘ। নির্ভুল কাজ করার ক্ষমতা |
ক। Data bases are singing instrument | খ। Data bases are useless and static |
গ। Data bases make soft-sound but ate working away | ঘ। Data bases are things of the past |
ক। Data base produce a lot of information | খ। Data base are packed with paper |
গ। Data base create information instantly | ঘ। Data bases are of limited use in strong information |
ক। উইলিয়াম অটরেড | খ। ব্লেইসি প্যাসকেল |
গ। হাওয়ারড এইকিন | ঘ। আবাকাস |
ক। অলিভেটি | খ। আইবিএম |
গ। অ্যাপেল ম্যাকিনটোস | ঘ। মাইক্রোসফট |
History of Computer
bcs exam 41th bcs