BCS Preliminary Questions

BCS Preliminary Questions


WATCH ON YOUTUBE

৪৪ তম বিসিএস

অ্যামাজন এর ক্লাউড প্লাটফর্ম কোনটি ?

ক । Azure খ । AWS গ । Cloudera ঘ । উপরের সবগুলো

উত্তরঃ AWS

নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System কে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয় ?

ক । Phishing খ । Denial of Service গ । Ransomware ঘ । Man in the Middle

উত্তরঃ Ransomware

SCSI এর পূর্ণরূপ কি ?

ক । Small Computer System Interface খ । Small Computer Software Interface গ । Small Computer Storage Interface ঘ । Small Computer Standard Interface

উত্তরঃ Small Computer System Interface

নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে ?

ক । Scanner খ । Mouse গ । Touch Screen ঘ । Projector

উত্তরঃ Touch Screen

নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫ এর সমতুল্য ?

ক । ৫৫ খ । ৭৭ গ । ৬৭ ঘ । ৮৭

উত্তরঃ ৬৭

নিচের কোনটি System Software নয় ?

ক । Linux খ । android গ । Mozilla Firefox ঘ । Apple iOS

উত্তরঃ Mozilla Firefox

নিচের কোন Protocol টি ইন্টারনেটে তথ্য আদান প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে ?

ক । FTP খ । HTTPS গ । TCP ঘ । DNS

উত্তরঃ HTTPS

Piconet কি ?

ক । WiFi Network খ । Wide Area Network গ । Bluetooth Network ঘ । 5G Network

উত্তরঃ Bluetooth Network

এক মেশিন থেকে অন্য মেশিনে ই মেইল মেসেজ স্থানাতর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয় ?

ক । FTP খ । RPC গ । SNMP ঘ । SMTP

উত্তরঃ SMTP

যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে কপি করা হয় তাকে …………… বলে ?

ক । Program Virus খ । Worms গ । Trojan Horse ঘ । Boot Virus

উত্তরঃ Worms

নিচের কোন প্রতিষ্ঠানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত ?

ক । ISO খ । ITU গ । 3GPP ঘ । ETSI

উত্তরঃ ITU = International Telecommunication Union

নিচের কোনটি Open Source Software নয় ?

ক । Google Chrome খ । Microsoft Windows গ । Zoom ঘ । Adobe Photoshop

উত্তরঃ Google Chrome

নিচের কোনটি Structure Query Language নয় ?

ক । Java খ । MySQL গ । Oracle ঘ । উপরের সবগুলো

উত্তরঃ Java

ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname কে IP এ অনুবাদ করে www.learnictbd.com

ক । FTP Server খ । Firewall গ । DNS Server ঘ । Gateway

উত্তরঃ DNS Server

নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না ?

ক । CaaS খ । IaaS গ । PaaS ঘ । SaaS

উত্তরঃ CaaS

৪৩ তম বিসিএস

RFID বলতে বোঝায়

ক। Radio Frequency Identification খ। Random Frequency Identification গ। Radio Frequency Information ঘ। Random Frequency Information

উত্তরঃ Radio Frequency Identification

কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়

ক। অপটিক্যাল ফাইবার খ। তামার তার গ। কো – এক্সিয়েল ক্যাবল ঘ। ওয়্যারলেস মিডিয়া

উত্তরঃ অপটিক্যাল ফাইবার

কোন চিহ্নটি ইমেইল ঠিকানায় অবশ্যই থাকবে

ক। @ খ। # গ। $ ঘ। &

উত্তরঃ @

কিবোর্ড ও সিপিইউ এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয় ?

ক। Simplex খ। Duplex গ। Half duplex ঘ। Triplex

উত্তরঃ Simplex

ব্লকচেইনের এর প্রতিটি ব্লক কী তথ্য বহন করে

ক। Timestamp খ। A hash pointer to the previous block গ। List of Transection ঘ। সবগুলোই

উত্তরঃ সবগুলোই

নিচের কোনটি Bluetooth এর IEEE Standard

ক। IEEE 802.15 খ। IEEE 802.3 গ। IEEE 802.1 ঘ। IEEE 802.11

উত্তরঃ IEEE 802.15

১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি ?

ক। ১৬ খ। ৫৪ গ। ৪৬ ঘ। ২৪

উত্তরঃ ৪৬

DNS সার্ভারের এর কাজ হচ্ছে __ কে __ এড্রেস এ পরিবর্তন করা

ক। Email, DNS খ। Domain, IP গ। MAC Address, IP ঘ। Email, IP

উত্তরঃ Domain, IP

নিচের কোনটি Open Source DBMS

ক। MySQL খ। Microsoft SQL Server গ। Microsoft Access ঘ। Oracle

উত্তরঃ MySQL

নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত ?

ক। Priority Scheduling খ। Round-Robin গ। Youngest Job First ঘ। Shortest Job First

উত্তরঃ Round-Robin

নিচের কোন প্রযুক্তি Face Recognition System এর সহায়ক ভুমিকা পালন করে ?

ক। Applied Internet of Things IoT খ। Al Applied Artificial Intelligence গ। Virtual Reality ঘ। উপরের কোনটিই নয়

উত্তরঃ Al Applied Artificial Intelligence

নিচের কোনটি Output Device নয়

ক। Microphone খ। Printer গ। Speaker ঘ। Monitor

উত্তরঃ Microphone

নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানা নির্দেশ করে

ক। URL খ। https গ। www ঘ। HTML

উত্তরঃ URL

নিচের কোন প্রযুক্তি Pay as You Go সার্ভিস মডেল অনুসরণ করে ?

ক। Internet of things IOT খ। Cloud Computing গ। Client Server Systems ঘ। Big Data Analysis

উত্তরঃ Cloud Computing

যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধ সমুহ কোন একটি Web Server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কি নামে পরিচিত ?

ক। Phishing খ। Denial of Service (DDos Attack) গ। Man in the Middle ঘ। উপরের কোনটিই নয়

উত্তরঃ Denial of Service (DDos Attack)

নিচের কোন মেমোরিতে Access Time সবচেয়ে কম

ক। Registers খ। SSD গ। RAM ঘ। Cache Memory

উত্তরঃ Registers

নিচের কোনটি ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহার করা হয়

ক। Router খ। Modem গ। Switch ঘ। HUB

উত্তরঃ Modem

নিচের কোনটি Multi-tasking Operating System নয়

ক। DOS খ। Windows গ। Windows NT ঘ। Linux

উত্তরঃ DOS

৪১তম বিসিএস

যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম?

ক। AND গেইট খ । OR গেইট গ । NAND গেইট ঘ। উপরের কোনটিই নয় ।

উত্তরঃ NAND

নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?

ক। Wi – Fi খ। Bluetooth গ। Wi – Max ঘ। Cellular Network

উত্তরঃ Bluetooth

নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?

ক। ১১১ খ। ১০১ গ। ০১১ ঘ। ০০১

উত্তরঃ ০১১

RFID বলতে বোঝায়?

ক। Random Frequency Identification খ। Random Frequency Information গ। Radio Frequency Information ঘ। Radio Frequency Identification

উত্তরঃ Radio Frequency Identification

নিচের কোনটি সঠিক নয়?

ক। (A+B) = A.B খ। (A+B) = A+B গ। (A.B.C) = A+B+C ঘ। (A+B+C) = A.B.C

উত্তরঃ খ।

Apache এক ধরনের?

ক। Database Management System (DBMS ) খ। Web Server গ। Web Browser ঘ। Protocol

উত্তরঃ Web Server

ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?

ক। অবকাঠামোগত খ। প্ল্যাটফর্মভিত্তিক গ। সফটওয়্যার ঘ। উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?

ক। বাস টপোলজি খ। রিং টপোলজি গ। স্টার টপোলজি ঘ। ট্রি টপোলজি

উত্তরঃ স্টার টপোলজি

একটি কম্পিউটার boot করতে পারেনা যদি তাতে না থাকে?

ক। Compiler খ। Loader গ। Operating System ঘ। Bootstrap

উত্তরঃ Bootstrap

নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়?

ক। Oracle খ। McAfee গ। Norton ঘ। Kaspersky

উত্তরঃ Oracle

যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে?

ক। Machine Language খ। C গ। Java ঘ। Python

উত্তরঃ Machine language

API মানে?

ক। Advanced Processing Information খ। Application Processing Information গ। Application Programming Interface ঘ। Application Processing Interface

উত্তরঃ Application Programming Interface

মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি?

ক। ইমেইল সার্ভার খ। ওয়েব সার্ভার গ। ডাটাবেইস সার্ভার ঘ। ফাইল সার্ভার

উত্তরঃ ওয়েব সার্ভার

ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?

ক। ১০ – ৩০ মিটার খ। ১০ – ৫০ মিটার গ। ১০ – ১০০ মিটার ঘ। ১০ – ৩০০ মিটার

উত্তরঃ ১০ -১০০ মিটার

একটি সিস্টেম যেখানে আইটেমগুলো একপ্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম?

ক। Array খ। Linked List গ। Stack ঘ। Queue

উত্তরঃ linked list

৪০ তম বিসিএস

নিচের কোনটি Octal Number নয় ?

ক। 19 খ। 77 গ। 15 ঘ। 101

একটি রিলেশনাল ডাটাবেস মডেল নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করে ?

ক। Tuple খ। Attributes গ। Tables ঘ। Rows

Bluetooth কিসের উদাহরন ?

ক। Personal Area Network খ। Local Area Network গ। Virtual Private Network ঘ। No all Above

মোবাইল ফোন কোন Mode যোগাযোগ করে ?

ক। Simplex খ। Half Duplex গ। Full Duplex ঘ। None of Them

নিচের কোনটি ৫২ এর বাইনারি রূপ ?

ক। 01010010 খ। 01110011 গ। 00001100 ঘ। 11110000

প্রথম Web Browser কোনটি ?

ক। Netscape Navigator খ। World Wide Web গ। Internet Explorer ঘ। Safari

CPU কোন Address Generate করে ?

ক। Physical Address খ। Logical Address গ। Both Physical & Logical ঘ। None of Them

মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য কোনটি ব্যবহৃত হয় ?

ক। OMR খ। OCR গ। MICR ঘ। Scanner

H.323 Protocol কি কাজে ব্যবহৃত হয় ?

ক। File Transfer খ। VoIP গ। Data Security ঘ। File Download

নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একবার অনুবাদ ও সম্পাদন করে ?

ক। Interpreter খ। Emulator গ। Compiler ঘ। Simulator

একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে ?

ক। Mouse খ। Microphone গ। Touch Screen ঘ। Printer

Firewall কি Protection দেওয়ার জন্য ব্যবহৃত হয় ?

ক। Fire Attacks খ। Unauthorized Access গ। Virus Attacks ঘ। Data Driven Attacks

Time Shared OS এর জন্য কোন Scheduling Policy সবচেয়ে উপযোগী ?

ক। Round Robin খ। First Come First Serve গ। Shortest Job First ঘ। Last Come First Serve

Social Networking Site এ যোগাযোগ কোন Media ব্যবহৃত হয় ?

ক। ইমেজ খ। অডিও ও টেক্সট গ। ভিডিও ঘ। উপরের সবগুলোই

TV Remote এর Carrier Frequency র Range কত ?

ক। less 100 MHZ খ। less 1 GHZ গ। less2 GHZ ঘ। Infrared Range

৩৮ তম বিসিএস

10101111 এর 1’s Complement কত ?

ক। 11111111 খ। 00000000 গ। 10100000 ঘ। 11000011

কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় ?

ক। তামার তার খ। কো এক্সিয়াল ক্যাবল গ। অপটিক্যাল ফাইবার ঘ। ওয়্যারলেস মিডিয়া

বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি ?

ক। বিকন অন্বেষা খ। ব্র্যাক অন্বেষা গ। নোয়া ১৮ ঘ। নোয়া ১৯

ইমেইল গ্রহন করার অধিক ব্যবহৃত প্রটোকল কোনটি ?

ক। POP3 খ। POP9 গ। HTML ঘ। SMTP

কোনটি সঠিক নয় ?

ক। A+0=A খ। A.A’=1 গ। A.1=A ঘ। A+A’=1

এক Word কত বিট বিশিষ্ট হয় ? ক। 8 খ। 16 গ। 4 ঘ। 2

কোন ধরনের Bus ব্যবহার করা হয় না ?

ক। Address Bus খ। Input Reader Bus গ। Data Bus ঘ। Control Bus

ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি ?

ক। Malware খ। Firmware গ। Virus ঘ। Flip Flop

একটি লজিক গেটের আউটপুট ১ হয় যখন এর সব ইনপুট ০ থাকে । এই গেটটি –

ক। AND খ। OR গ। XOR ঘ। NAND

কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম ?

ক। Windows XP খ। Windows 98 গ। MS DOS ঘ। Windows 7

ডিক্স ডিফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয় –

ক। ভাইরাস ধ্বংসের জন্য খ। খারাপ সেক্টরসমুহ পরিক্ষা করতে গ। ডিক্স এর ফাইলগুলোকে পুন বির্ন্যস্ত করতে ঘ। ডিক্স ফরমেট করতে

কোন সাইটটি কেনা বেচার জন্য নয় ?

ক। Ekhanei.com খ। olx.com গ। Google.com ঘ। amazon.com

কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় ?

ক। TCP/IP খ। Novel Netware গ। NetBeui ঘ। Linux

কোন চিহ্নটি ইমেইল ঠিকানায় অবশ্যই থাকবে ?

ক। $ খ। # গ। & ঘ। @

কম্পিউটার নেটওয়ার্ক মডেলের স্তর কয়টি ?

ক। ৭ খ। ৫ গ। ৯ ঘ। ৮

নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় ?

ক। ফেসবুক খ। লিংকড ইন গ। টুইটার ঘ। উইকিপিডিয়া

৩৭তম বিসিএস

কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গানিতিক সিদ্ধান্ত গ্রহনের কাজ করে?

ক। এ এল ইউ খ। কন্ট্রোল ইউনিট গ। রেজিস্টার ইউনিট ঘ। কোনটিই নয়

একটি ২ ইনপুট লজিক সেটের ফাকা হবে যদি এর ইনপুটগুলো সমান হয় – এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?

ক। AND খ। NOR গ। Ex-OR ঘ। OR

কোনটি অপারেটিং সিস্টেম নয়?

ক। C খ। DOS গ। CP/M ঘ। XENIX

ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভাল বর্ণনা করা সম্ভব?

ক। নেটওয়ার্ক এর মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার খ। একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার

গ। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া ঘ। উপরের কোনটিই নয়

IP-V6 এড্রেস কত বিটের?

ক। ১২৮ খ। ৩২ গ। ১২ ঘ। ৬

ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?

ক। ২৫৬ টি খ। ৪০৯৬ টি গ। ৬৫৫৩৬ টি ঘ। ৪২৯৪৯৬৭২৯৬ টি

নিচের কোনটি ইনপুট ডিভাইস?

ক। OMR খ। COM গ। Plotter ঘ। Monitor

এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ক। এটির নির্মাতা গুগল খ। এটি লিনাক্স কার্নেল নির্ভর গ। এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি ঘ। উপরের সবগুলো

আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?

ক। অ্যাপেল খ। গুগল গ। মাইক্রোসফট ঘ। আইবিএম

EDSAC কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য কি ধরণের মেমোরি ব্যবহার হতো?

ক। RAM খ। ROM গ। Mercury Delay Lines ঘ। Resistors

ই – কমার্স সাইট এমাজন কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক। ১৯৯০ সালে খ। ১৯৮৮ সালে গ। ১৯৯৪ সালে ঘ। ১৯৯৮ সালে

ই – মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণ অর্থ কি ?

ক। Simple Message Transmission Protocol খ। Strategic Mail Transfer Protocol গ। Strategic Mail Transmission Protocol ঘ। Simple Mail Transfer protocol

TCP দিয়ে কোনটি বোঝান হয়েছে?

ক। প্রোগ্রাম খ। প্রোটোকল গ। প্রোগ্রামিং ঘ। ফ্লোচার্ট

PUSH ও POP নিচের কার সাথে সম্পর্কিত?

ক। Queue খ। Stack গ। Union ঘ। Array

ওয়াই ফাই নেটওয়ার্ক সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি?

ক। তামার তার খ। অপটিক্যাল ফাইবার গ। তারহীন সংযোগ ঘ। উপরের সবকটি

৩৬ বিসিএস

নিচের কোন মেমোরিটি Non-Volatile?

ক। SRAM খ। DRAM গ। ROM ঘ। All of the above

নিচের কোনটি 3G Language?

ক। C খ। Java গ। Assembly Language ঘ। Machine Language

নিচের কোন উক্তিটি সঠিক ?

ক। ১ কিলোবাইট = ১০২৪ বাইট খ। ১ মেগাবাইট = ১০২৪ বাইট গ। ১ কিলোবাইট = ১০০০ বাইট ঘ। ১ মেগাবাইট = ১০০০ বাইট

ওয়াই ফাই কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে?

ক। IEEE 802.11 খ। IEEE 804.11 গ। IEEE 803.11 ঘ। IEEE 806.11

নিচের কোনটিতে সাধারনত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?

ক। WAN খ। Satellite Communication গ। MAN ঘ। TV রিমোর্ট

(1011)2 + (0101)2 =?

ক। (1100)2 খ। (11000)2 গ।(01100)2 ঘ। কোনটিই নয়

Wi – Max এর পূর্ণরূপ কি?

ক। Worldwide Interoperability for Microwave Access খ। Worldwide Internet for Microwave Access গ। Worldwide Interconnection for Microwave Access ঘ। কোনটিই নয়

Boolean Algebra এর নিচের কোনটি সঠিক?

ক। A + A =1 খ। A . A=1 গ। A+A=2A ঘ। কোনটিই নয়

8086 কত বিটের মাইক্রো প্রসেসর?

ক। 8 খ। 16 গ। 32 ঘ। কোনটিই নয়

Mobile Phone এর input device নয় কোনটি?

ক। keyboard খ। Touch Screen গ। Camera ঘ। Power Supply

নিচের কোনটি ডাটাবেস language?

ক। Oracle খ। C গ। MS-Word ঘ। কোনটিই নয়

LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?

ক। এটি একটি বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস খ। এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত গ। ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয় ঘ। উপরের সবগুলোই

কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়?

ক। বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার জন্য খ। দুই বা তার অধিক ভিন্ন ধরণের নেটওয়ার্ক সংযুক্ত করার জন্য গ। এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মত কাজ করে ঘ। কোনটিই নয়

নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরি?

ক। RAM খ। Hard Disk গ। Pen Drive ঘ। কোনটিই নয়

Plotter কোন ধরণের ডিভাইস?

ক। ইনপুট খ। আউটপুট গ। মেমোরি ঘ। কোনটিই নয়

৩৫ বিসিএস

কম্পিউটার সিস্টেম এ scanner একটি কোন ধরণের যন্ত্র?

ক। Input খ। Output গ। উভয়েই ঘ। কোনটিই নয়

কম্পিউটারের মুল মেমোরি তৈরি হয় কি দিয়ে?

ক। অ্যালুমিনিয়াম খ। সিলিকন গ। প্লাস্টিক ঘ। কোনটিই নয়

Back up প্রোগ্রাম বলতে কি বুঝায়?

ক। নির্ধারিত ফাইল কপি করা খ। আগের প্রগ্রামে ফিরে যাওয়া গ। সবশেষ পরিবর্তন undo করা ঘ। কোনটিই নয়

একটি প্রতিষ্ঠান ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হল?

ক। অর্থ সাশ্রয় খ। সময় সাশ্রয় গ।স্থান সাশ্রয় ঘ। উপরের সবগুলোই

নিচের কোন সাইটটি কেনাবেচার জন্য নয়?

ক। ekanei.com খ। google.com গ। Olx.com ঘ। Amazon.com

নিচের কোনটি ছাড়া Internet প্রবেশ করা যায় না?

ক। Task Bar খ। Menu Bar গ। Notification area ঘ। Web Browser

কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?

ক। Read Only খ। Read গ। Read from ঘ। উপরের সবগুলোই

MICR এর পূর্ণরূপ কি?

ক। Magnetic Ink Character Reader খ। Magnetic Ink Code Reader গ। Magnetic Ink Case Reader ঘ। কোনটিই নয়

নিচের কোনটি ডাটাবেস ল্যাংগুয়েজ ?

ক। Data Definition Language খ। Data Manipulation Language গ। Query Language ঘ। উপরের সবগুলোই

সোশ্যাল নেটওয়ার্ক টুইটার কত সালে তৈরি হয়?

ক। ২০০৪ খ। ২০০৬ গ। ২০০৩ ঘ। ২০০৮

নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?

ক। IOS খ। Android গ। Windows Phone ঘ। Symbian

মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

ক। ভয়েস টেলিফোনি খ। ভিডিও কল গ। মোবাইল টিভি ঘ। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?

ক। Bill Gates খ। Andrew S Grove গ। Tim Cook ঘ। Lawrence J. Ellison

প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?

ক। RAM খ। Terminal গ। Clipboard ঘ। Hard Disk

পারসোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?

ক। Super Computer খ। Server গ। Network ঘ। Enterprise

The term PC means – (বিসিএস ৩৪)

ক। Private Computer খ। Prime Computer গ। Personal Computer ঘ। Professional Computer

ইন্টারনেট চালুর বছর – (বিসিএস ৩৩)

ক। ১৯৫৯ খ। ১৯৬৫ গ। ১৯৬৯ ঘ। ১৯৮১

মডেমের মধ্যে যা থাকে তা হল – (বিসিএস ৩২)

ক। একটি মডুলেটর খ। একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর গ। একটি কোডেক ঘ। একটি এনকোডার

কম্পিউটার ভাইরাস কি? (বিসিএস ২১, ৩২)

ক। একটি ক্ষতিকারক জীবাণু খ। একটি ক্ষতিকারক সার্কিট গ। একটি ক্ষতিকারক চুম্বক ফ্ল্যাশ ঘ। একটি ক্ষতিকারক প্রোগ্রাম

কোনটি তারবিহীন দ্রতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? (বিসিএস ৩২)

ক। ওয়াইম্যাক্স খ। সি-মস গ। ব্ল টুথ ঘ। ব্রডব্যান্ড

অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? (বিসিএস ৩২)

ক। প্রতিসরণ খ। বিচ্ছুরণ গ। অপবর্তন ঘ। অভ্যন্তরীণ প্রতিফলন

অপটিক্যাল ফাইবার হচ্ছে – (বিসিএস ৩১)

ক। খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল খ। খুব সুক্ষ সুপরিবাহী তামার তার তন্তু নল গ। খুব সরু এসবেস্টোস ফাইবার নল ঘ। সুক্ষ প্লাস্টিক ঘটিত নল

কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় – (বিসিএস ২৪,৩০, ৩১)

ক। ই-মেইল খ। ইন্টারকম গ। ইন্টারনেট ঘ। টেলিকমিউনিকেশন

কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে ? (বিসিএস ২৯)

ক। RAM খ। ROM গ। Hardware ঘ। Software

পৃথিবীর কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে? (বিসিএস ২৮)

ক। কমপ্যাক, ১৯৮৫ খ। এপসন, ১৯৮১ গ। আইবিএম, ১৯৮৩ ঘ। অ্যাপল, ১৯৭৭

টেপ রেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরণের চুম্বক ব্যবহৃত হয়? (বিসিএস ২৮)

ক। স্থায়ী চুম্বক খ। অস্থায়ী চুম্বক গ। সংকর চুম্বক ঘ। প্রাকৃতিক চুম্বক

বাংলাদেশে সর্ব প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়? (বিসিএস ২৬)

ক। ৪ জানুয়ারি, ১৯৯০ খ। ৩ ফেব্রুয়ারি, ১৯৯০ গ। ৩ মার্চ ১৯৯০ ঘ। ৪ জানুয়ারি ১৯৯১

ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে যে কালচে অনুজ্জল লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি? (বিসিএস ১৫, ২৬)

ক। এলইডি খ। আইসি গ। এলসিডি ঘ। সিলকন চিপ

সাবমেরিন ক্যাবল প্রকল্পটি কোন মন্ত্রানালয়ের কার্যক্রম? (বিসিএস ২৫)

ক। অর্থ খ। ডাক ও টেলিযোগাযোগ গ। বিজ্ঞান ও প্রযুক্তি ঘ। পররাষ্ট্র

ল্যাপটপ কি ? (বিসিএস ১৭, ২৪)

ক। ছোট কুকুর খ। পর্বতারোহণ সামগ্রী গ। বাদ্যযন্ত্র ঘ। ছোট কম্পিউটার

কম্পিউটারে কোনটি নেই? (বিসিএস ২৩)

ক। স্মৃতি খ। বুদ্ধি বিবেচনা গ। দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা ঘ। নির্ভুল কাজ করার ক্ষমতা

Data bases sit on computer disks, humming away implies. ? (বিসিএস ২২)

ক। Data bases are singing instrument খ। Data bases are useless and static গ। Data bases make soft-sound but ate working away ঘ। Data bases are things of the past

Modern data base produce reams of observational data (বিসিএস ২২)

ক। Data base produce a lot of information খ। Data base are packed with paper গ। Data base create information instantly ঘ। Data bases are of limited use in strong information

কম্পিউটার কে আবিষ্কার করেন ? (বিসিএস ২০)

ক। উইলিয়াম অটরেড খ। ব্লেইসি প্যাসকেল গ। হাওয়ারড এইকিন ঘ। আবাকাস

কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান কোনটি?

ক। অলিভেটি খ। আইবিএম গ। অ্যাপেল ম্যাকিনটোস ঘ। মাইক্রোসফট

তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা

ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই – ইনফরমেশন

তথ্য= উপাত্ত+প্রেক্ষিত+অর্থ

তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি

ICT in Education Program প্রকাশ করে – UNESCO

কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী

তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার

কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি

মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে

স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে

সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 88.5-108.0 Hz

Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের

PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line

পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট

ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)

ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে

ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে

NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে

ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে

সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে

ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)

ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় ১৯৬৯-১৯৮৩

টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা

“Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)

The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে

Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে

বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান

বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি

কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায় বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট

HER এর পূর্ণরুপ – Electronic Heath Records

অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন

IT+Entertainment = Xbox

IT+Telecommunication = iPod

IT+Consumer Electronics= Vaio

কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ

রোবটের উপাদান- Power System, Actuator, Sensor, Manipulation

PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board

খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা

নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি

মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১

চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে

MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning

UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত

GPS এর পূর্ণরুপ – Global Positioning System

ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় – বায়োমেট্রিক পদ্ধতি

হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট

আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে – ১০-১৫ সেকেন্ড

Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg

Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff

এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম

Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson l

রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg(1972)

বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি- ইঁদুর(1974)

বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech(1976)

GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism

পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানোটেকনোলজি

অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে

Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি

ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification / Screen Reading Software

যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি

ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth

Bandwidth মাপা হয় – bps এ

ন্যারো ব্যান্ডের গতি 45-300 bps

ভয়েস ব্যান্ডের গতি 9600 bps

ব্রডব্যান্ডের গতি- 1 Mbps

ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন – এসিনক্রোনাস

সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি

ডাটা ট্রান্সমিশন মোড- ৩ প্রকার

একদিকে ডাটা প্রেরণ- সিমপ্লেক্স মোড

উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয়- হাফ ডুপ্লেক্স মোড

একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড

ক্যাবল তৈরি হয় – পরাবৈদ্যুতিক(Dielectric) পদার্থ দ্বারা

Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত

Twisted Pair Cable এ তার থাকে- 4 জোড়া

Fiber Optic- Light signal ট্রান্সমিট করে

মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz

কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে – ১৯৫০ এর দশকে

Geosynchronous Satellite স্থাপিত হয় – ১৯৬০ এর দশকে

কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০০ কি.মি. উর্ধ্বে

Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter

Wi-fi এর পূর্ণরুপ – Wireless Fidelity

Wi-fi এর গতি- 54 Mbps

WiMax শব্দটি চালু হয় – ২০০১ সালে

WiMax এর পূর্ণরুপ – Worlwide Interoperabilty for Microwave Access

৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax

WiMax এর গতি- 75 Mbps

FDMA Full Meaning Frequency Division Multiple Access

CDMA Full Meaning Code Division Multiple Access

মোবাইলের মূল অংশ- ৩টি

SIM Full Meaning Subscriber Identity Module

GSM Full Meaning Global System for Mobile Communication

GSM প্রথম নামকরণ করা হয়- ১৯৮২ সালে

GSM এর চ্যানেল – ১২৪টি (প্রতিটি 200 KHz) ।

GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি- 4 ধরনের

GSM ব্যবহৃত হয় ২১৮টি দেশে

GSM 3G এর জন্য প্রযোজ্য

GSM এ বিদ্যুৎ খরচ গড়ে ২ওয়াট

CDMA আবিষ্কার করে Qualcom(১৯৯৫)

রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 10 KHz-1GHz

রেডিও ওয়েভের গতি 24Kbps

CDMA 3G তে পা রাখে ১৯৯৯ সালে

CDMA ডাটা প্রদান করে স্প্রেড স্পেকট্রামে

1G AMPS চালু করা হয় ১৯৮৩ সালে

উত্তর আমেরিকায় সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় 2G তে

MMS ও SMS চালু হয় 2G তে

3G চালু হয় ১৯৯২ সালে

3G এর ব্যান্ডউইথ 2MHz

3G Mobile প্রথম ব্যবহার করে জাপানের NTT Docomo (২০০১)

4G এর প্রধান বৈশিষ্ট্য IP ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার

4G এর গতি 3G এর চেয়ে ৫০ গুণ বেশি

4G এর প্রকৃত ব্যান্ডউইথ 10Mbps

টার্মিনাল দুই ধরনের

ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক- ৪ ধরনের

PAN সীমাবদ্ধ ১০ মিটারের মধ্যে

PAN এর ধারণা দেন থমাস জিমারম্যান

LAN সীমাবদ্ধ ১০ কিলোমিটারের মধ্যে

LAN এ ব্যবহৃত হয় Co-axial Cable/Twisted Pair Cable

কেবল টিভি নেটওয়ার্ক – MAN

NIC Full Meaning Network Interface Card NIC কার্ডের কোডে বিট সংখ্যা -48

মডেম দুই ধরনের

Hub হল দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটার

স্বনামধন্য রাউটার কোম্পানি – Cisco

ব্রিজ প্রধানত ৩ প্রকার

নেটওয়ার্কে PC যে বিন্দুতে যুক্ত থাকে, তাকে নোড বলে।

Office Management-এ ব্যবহৃত হয় – Tree Topology

বানিজ্যিকভাবে Cloud Computing শুরু করে – আমাজন (২০০৬)

Cloud Computing এর বৈশিষ্ট্য – ৩টি

সংখ্যা পদ্ধতিরর প্রতীক- অংক

সংখ্যা পদ্ধতি দুই ধরণের Positional সংখ্যা পদ্ধতিরর জন্য প্রয়োজন- 3টি ডাটা সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশে ভাগ করা হয় Radix Point দিয়ে Bit এর পূর্ণরুপ – Binary Digit Digital Computerএর মৌলিক একক- Bit সরলতম গণনা পদ্ধতি- বাইনারী পদ্ধতি “O” এর লজিক লেভেল : 0 Volt থেকে +0.8 Volt পর্যন্ত “1” এর লজিক লেভেল : +2 Volt থেকে +5 Volt পর্যন্ত Digital Device কাজ করে- Binary মোডে N বিটের মান 2^n টি BCD Code Full Meaning Binary Coded Decimal Code ASCII Full Meaning American Standard Code for Information Interchange ASCII উদ্ভাবন করেন- রবার্ট বিমার (১৯৬৫) ASCII কোডে বিট সংখ্যা- ৭টি EBCDIC Full Meaning Extended Binary Coded Decimal Information Code Unicode উদ্ভাবন করে Apple and Xerox Corporation (1991) Unicode বিট সংখ্যা – 2 Byte Unicode এর ১ম 256 টি কোড ASCII কোডের অনুরুপ Unicode এর চিহ্নিত চিহ্ন – ৬৫,৫৩৬টি (2^10) ASCII এর বিট সংখ্যা – 1 Byte বুলিয়ান এলজেবরার প্রবর্তক- জর্জ বুল (১৮৪৭) বুলিয়ান যোগকে বলে – Logical Addition Dual Principle মেনে চলে- “AND” ও “OR” এক বা একাধিক চলক থাকে Logic Function এ Logic Function এ চলকের বিভিন্ন মান- Input Logic Function এর মান বা ফলাফল- Output বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায় – ট্রুথটেবিল দিয়ে Digital Electronic Circuit হলো- Logic Gate মৌলিক Logic Gate – ৩টি (OR, AND, NOT) সার্বজনীন গেইট – ২টি (NAND,NOR) বিশেষ গেইট- X-OR,X-NOR Encoder এ 2^nটি ইনপুট থেকে n টি আউটপুট হয় Decoder এ n টি ইনপুট থেকে 2^nটি আউটপুট দেয় Half Adder এ Sum ও Carry থাকে Full Adder এ ১টি Sum ও ২টি Carry থাকে একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ হলো – রেজিস্ট্রার Input pulse গুনতে পারে- Counter Web page তৈরি করা হয়- HTML দ্বারা ছবির ফাইল- jpg/.jpeg/.bmp ভিডিও ফাইল- .mov/.mpeg/mp4 অডিও ফাইল- mp3 ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করতে ব্যবহৃত হয় -.css বর্তমানে চালু আছে – IPV4 IPV4 প্রকাশে প্রয়োজন – 32 bit IP address এর Alphanumeric address- DNS সারাবিশ্বের ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে- InterNIC জেনেরিক টাইপ ডোমেইন- টপ লেভেল ডোমেইন HTTP Full Meaning Hyper Text Transfer Protocol URL Full Meaning Uniform Resource Locator HTML আবিষ্কার করেন- টিম বার্নার লী(১৯৯০) HTML তৈরি করে W3C ওয়েব ডিজাইনের মূল কাজ- টেমপ্লেট তৈরি করা প্রোগ্রামিংয়ের ভাষা – ৫স্তর বিশিষ্ট Machine Language(1G) -1945 Assembly Language(2G) -1950 High Level Language(3G) -1960 Very High Level Language(4G) -1970 Natural Language(5G) -1980 লো লেভেল ভাষা 1G,2G বিভিন্ন সাংকেতিক এড্রেস থাকে – লেভেলে C Language তৈরি করেন- ডেনিস রিচি(১৯৭০) C++ তৈরি করেন- Bijarne Stroustrup(১৯৮০) Visual Basic শেষবার প্রকাশিত হয়- ১৯৯৮ সালে Java ডিজাইন করে- Sun Micro System ALGOL এর উদ্ভাবন ঘটে – ১৯৫৮ সালে Fortran তৈরি করেন- জন বাকাস(১৯৫০) Python তৈরি করেন- গুইডো ভ্যান রোসাম(১৯৯১) 4G এর ভাষা- Intellect,SQL Pseudo Code- ছদ্ম কোড Visual Programming- Event Driven C Language এসেছে BCPL থেকে Turbo C তৈরি করে- Borland Company C ভাষার দরকারী Header ফাইল- stdio.h C এর অত্যাবশ্যকীয় অংশ- main () Function ANSI C ভাষা সমর্থন করে- 4 শ্রেণির ডাটা ANCI C তে কী-ওয়ার্ড – 47 টি ANSI C++ এ কী-ওয়ার্ড – 63 টি ডাটাবেজের ভিত্তি – ফিল্ড Database Modelএর ধারণা দেন- E.F.Codd (১৯৭০) সবচেয়ে জনপ্রিয় Query – Select Query SQL Full Meaning Structured Query Language SQL তৈরি করে- IBM(১৯৭৪) ERP Full Meaning Enterprise Resource Planning বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়- ২১ মে, ২০০৬ MIS Full Meaning Management Information System ভুয়া মেইল জমার স্থান – Spam CD Full Meaning Compact Disk MS Excel হলো Spreadsheet Software বাংলাদেশে ইন্টারনেট চালু হয়- ১৯৯৬ সালে বিশ্বের প্রথম কম্পিউটার – ENIAC ল্যাপটপ প্রথম বাজারে আসে -১৯৮১ সালে ROM Full Meaning Read Only Memory বর্তমান প্রজন্ম – 4G টুইটারের জনক- জ্যাক ডরসি MODEM এ আছে – Modulator + Demodulator UNIX হলো Operating System CPU Full Meaning Central Processing Unit IC দিয়ে তৈরি প্রথম কম্পিউটার – IBM360 ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা ১০০% ১ম প্রোগ্রামার – লেডি অগাস্টা ১ম প্রোগ্রামিং ভাষা -ADA কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্য – গিবারিশ কম্পিউটার ভাইরাস আসে- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাস নাম দেন -ফ্রেড কোহেন Mother of All Virus -CIH VIRUS Full Meaning Vital Information Resources Under Seize প্রোগ্রাম রচনার সবচেয়ে কঠিন ভাষা -মেশিন ভাষা NORTON- একটি এন্টিভাইরাস মুরাতা বয় -জাপানি রোবট 1 Nano Meter = 10^(-9) m স্বর্ণের পরমাণুর আকার – 0.3nm আইসোক্রোনাস ট্রান্সমিশনে সময় লাগে শূন্য সেকেন্ড অপটিক্যাল ফাইবারের কোর ডায়ামিটার- ৮-১০ মাইক্রন ১ম Wireless ব্যবহার করেন -Guglielimo Marconi(1901) ASCII-7 কোডের প্রথম 3bit কে জোন এবং শেষ 4bit কে সংখ্যাসূচক বলে ASCII সারণি মতে 0-3 & 127 = Control Character 32-64 = Special Character 65-96 = Capital Letters & Some Signs 97-127 = Small Letters & Some Signs EBCDIC কোডে- 0-9 = 1111 A-Z = 1100,1101,1110 Special Signs = 0100,0101,0110,0111 EBCDIC কোডে ২৫৬টি বর্ণ,চিহ্ন ও সংখ্যা আছে EBCDIC কোড ব্যবহৃত হয়- IBM Mainframe Computer ও Mini Computer- এ। Unicode উন্নত করে- Unicode Consortium ফাইবার অপটিক ক্যাবল তৈরিতে ব্যবহৃত অন্তরক পদার্থ- সিলিকন ডাই অক্সাইড ও Muli Component Glass (Soda Boro Silicet, NaOH Silicet etc.) Real Time Application এর Data Transfer এ বেশি ব্যবহৃত হয়

Isochronous Radio Wave এর Data Transmission Speed – 24 Kbps

Wifi এর দ্রুততম সংস্করণ -IEEE 802.11G (Speed-54 Mbps)

BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions BCS Preliminary Questions

LEARNICTBD