HTML & CSS
html css
HTML CSS
<!DOCTYPE html>
<html>
<head>
<title>learnictbd.com</title>
</head>
<body>
<h1> learnictbd.com </h1>
<p> learnictbd.com.</p>
</body>
</html>
<!DOCTYPE html> এর দ্বারা বুঝায় আমরা যে ওয়েবসাইট তৈরি করবো তার HTML কোড গুলো হবে ডকুমেন্ট টাইপের । এইটা না দিলেও আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে পারব কিন্তু এটা দেয়া ভাল ।
<html> এই কোডের মাধ্যমে কোন HTML এর ওয়েবসাইট তৈরি শুরু করতে হয় এবং </html> এর মাধ্যমে শেষ করতে হয় না হলে এর মাঝের কোড কাজ করবে না ।
<head> </head> হেড এর মধ্যে ওয়েবসাইটের টাইটেল দেয়া হয় । তাছাড়াও মেটা ট্যাগ, স্টাইলশিট, জাভাস্ক্রিপ্ট সহ কিছু কোড ও কোডের ফাইলের লিঙ্ক অ্যাড করার ব্যবস্থা থাকে ।
<title>learnictbd.com</title> টাইটেল ট্যাগের মধ্যে ওয়েবসাইটের নাম দেয়া হয় অথবা আপনি আপনার ওয়েবসাইটকে যে নামে প্রকাশ করতে চান তা দিতে হবে ।
<body> </body> আমাদের লেখা যাবতীয় কোড যেগুলো আমরা চোখে দেখি তা এই বডির মাঝে লেখা হয় । আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যা কিছু লিখব তা এই বডির মধ্যে লিখব ।
<h1> learnictbd.com </h1><h2> learnictbd.com </h2><h3> learnictbd.com </h3><h4> learnictbd.com </h4><h5> learnictbd.com </h5><h6> learnictbd.com </h6> একে হেডার ট্যাগ বলে । কোন লেখাকে হাইলাইট করতে এই ট্যাগ ব্যবহার করা হয় । এক থেকে ছয় পর্যন্ত হেডার ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে ।
<p> learnictbd.com.</p> এই ট্যাগকে প্যারাগ্রাফ ট্যাগ বলে । প্যারাগ্রাফ লেখার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে ।