ICT Class 6

ICT Class 6WATCH ON YOUTUBE

ICT Class 6

ICT Class 6

ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের পূর্ণমান – ১৫ যার মধ্যে ৭ টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে এবং ৭ টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে ।

পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে রিডিং পড়তে হবে ।

অধ্যায় – ১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি

বহু নির্বাচনী প্রশ্ন

কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল ?
মোবাইল ফোন
কম্পিউটার
অপটিক্যাল ফাইবার
ল্যান্ডফোন
কোনটির কারনে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে ?
কম্পিউটার
ইন্টারনেট
মোবাইল ফোন
ল্যান্ডফোন
এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্র কোনটি ?
প্রচার ও গণ মাধ্যম
ব্যাংকিং
বিনোদন
প্রকাশনা
যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে –
ডিজিটাল ক্যামেরা
অপটিক্যাল ফাইবার
অনলাইন সংবাদ মাধ্যম
সিসিটিভি
আমাদের দেশের কৃষকেরা তাদের সমস্যা সমাধানে তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে ?
মোবাইল
রেডিও
ল্যান্ড ফোন
টেলিভিশন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হল –
  • নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন
  • পৃথিবীর যেকোন স্থানে তথ্য পাওয়ার সুবিধা
  • তথ্য বিনিময়ের অবারিত সুযোগ
i
i, ii
i, iii
i , ii , iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক ফারজানাকে মাসিক ১০০০.০০ টাকা বৃত্তি প্রদান করে । বৃত্তির টাকা উঠানোর জন্য ফারজানাকে ঐ ব্যাংকে হিসাব খুলতে হয় । হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি পুরন করতে হয় ।

ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে কি বলা হয় ।
তথ্য
ঘটনা
উপাত্ত
প্রেক্ষাপট
ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে ?
পে অর্ডার
চেক
ব্যাংক ড্রাফট
এটিএম কার্ড

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

গ্লোবাল ভিলেজ কি? গ্লোবাল ভিলেজ কাকে বলে ?
উত্তরঃইন্টারনেট আবিষ্কারের ফলে পৃথিবীর যেকোন প্রান্তে যে কারো সাথে আমরা যোগাযোগ করতে পারি যেমন আমরা একই গ্রামে থেকে একে অন্যের সাথে যোগাযোগ করে থাকি । তাই এই পদ্ধতিকে গ্লোবাল ভিলেজ বলে ।
তথ্য ও উপাত্ত কাকে বলে ?
উত্তরঃউপাত্ত হল তথ্যের একটি অংশ মাত্র । উপাত্তকে প্রক্রিয়া করে সঠিক কাঠামো দিয়ে যখন উপস্থাপন করা হয় এবং তা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে তথ্য বা ইনফরমেশন বলে ।
অপটিক্যাল ফাইবার কি ? কিভাবে কাজ করে?
উত্তরঃঅপটিক্যাল ফাইবার এক ধরনের নেটওয়ার্ক মিডিয়াম যার সাহায্য আলোক তরঙ্গ ব্যবহার করে তথ্য ও উপাত্ত পরিবহণ ও পরিচলন করা যায়। ডিজিটাল সিগন্যালকে আলোক তরঙ্গে রুপান্তিত করে আবার আলোক তরঙ্গকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে তথ্য আদান প্রদান করে ।
আইসিটি ICT এর পূর্ণ অর্থ কি ?
উত্তরঃআইসিটি পূর্ণ অর্থ হল ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলোজি ।
ই বুক কি ?
উত্তরঃই বুক হল ইলেকট্রনিক বুক ।
টেলিমেডিসিন কি অথবা টেলি মেডিসিন কাকে বলে?
উত্তরঃটেলিফোন ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহন করার পদ্ধতিকে টেলি মেডিসিন বলে ।
এটিএম এর পূর্ণ অর্থ কি ?
উত্তরঃএটিএম এর পূর্ণ অর্থ হল অটোমেটেড ট্রেলার মেশিন ।
ই কমার্স কি ?
উত্তরঃইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে কেনাকাটার যে পদ্ধতি তাকে ই কমার্স বলে।
জিপিএস কাকে বলে ?
উত্তরঃজিপিএস এর পূর্ণ অর্থ হল গ্লোবাল পজিশনিং সিস্টেম । ইন্টারনেট ব্যবহার করে যে কোন এলাকার রাস্তা ঘাটের অবস্থান জানা যায় ।
জিনোম কি ?
উত্তরঃএকটি ডিএনএ এর সকল জিনসহ একটি সম্পূর্ণ জিনের সেট ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বর্ণনা কর ?
উত্তরঃবর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বলে শেষ করা যাবে না । আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে থাকি । তোমাদের জন্য বিস্তারিত না বলে শুধু কোন কোন কাজে ব্যবহার করা হয় তা সংক্ষেপে তুলে ধরা হল –
ব্যক্তিগত বা সামাজিকভাবে যোগাযোগ – ব্যক্তিগত ও সামাজিকভাবে আমরা মোবাইল, টেলিফোন, এসএমএস, ই মেইল, চ্যাটিং, ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউবসহ ইত্যাদি মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করা হয় ।
বিনোদন – শহরে জনসংখ্যার আধিক্যের কারনে খেলার মাঠ কমে যাওয়ায় খেলাধুলার জায়গার সংকট দেখা দিয়েছে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যানে ঘরে বসে খেলা দেখা, খেলাধুলা করা, গান শুনা, সিনেমা নাটক ইত্যাদি দেখা যায় ।
শিক্ষা – শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাপক । তোমরা যে এই ভিডিও দেখছো সেটিও এর কল্যানে, এছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম, ঘরে বসে অনলাইনে ক্লাস করা, রেজাল্ট দেখা সহ আরো অনেক কাজে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয় ।
চিকিৎসা – তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যানে চিকিৎসার কাজে প্রভূত উন্নয়ন হয়েছে । অনেক জটিল রোগের কারন নির্ণয়, চিকিৎসা, ঔষধ আবিস্কার ইত্যাদি ।
বিজ্ঞান ও গবেষণা - তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বিজ্ঞান ও গবেষণার কাজেও উন্নতি সাধিত হয়েছে । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নিত্য নতুন গবেষণা ও আবিস্কার সম্ভব হয়েছে যেমনঃ ক্যান্সারের ঔষধ, পাটের জিনোম, মহাকাশ গবেষণার কাজে ।
কৃষি – আমাদের দেশ কৃষি নির্ভর হওয়ায় আধুনিক কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার অপরিসীম ভুমিকা পালন করছে । কৃষকদের কৃষি কাজের বিভিন্ন তথ্য উপাত্ত রেডিও টেলিভিশন ও মোবাইলের মাধ্যমে পেয়ে থাকে ।
এছাড়াও পরিবেশ ও আবহাওয়া, প্রচার ও গণমাধ্যম, প্রকাশনা, ব্যাংক, শিল্প ও সংস্কৃতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে ।
দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার লিখ?
উত্তরঃদৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রগুলো হল – শিক্ষায়, চিকিৎসায়, কেনাকাটায়, ব্যাংকিং, সরকারী সেবা প্রাপ্তিতে, যানবাহন নিয়ন্ত্রন, অফিস বাসা বাড়ির নিরাপত্তায়, বিনোদনে সহ আমাদের জীবনের প্রায় সব কাজে ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব লিখ ?
উত্তরঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের কথা বলে শেষ করা যাবে না । মানুষ যে কাজ করতে পারে না একটি রোবট সেই কাজ সহজেই করতে পারে । শিক্ষায় গতি এসেছে , এখন কেউ চাইলেই দেশ বিদেশের বই, জার্নাল পড়তে পারে । চিকিৎসায় অনেক বড় বড় বিদেশি চিকিৎসকগণের সাথে আলোচনা করতে পারে । যে কোন কাজ অনেক কম সময়ে করা যায় । আনন্দ বিনোদনের ব্যবস্থা করা যায় ।
ICT Class 6WATCH ON YOUTUBE

অধ্যায় – ২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি

বহু নির্বাচনী প্রশ্ন

বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি ?
রেডিও
ল্যান্ড ফোন
মোবাইল
টেলিভিশন
প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারন হচ্ছে প্রসেসর –
  • মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে
  • কম্পিউটারের নির্দেশক হিসেবে কাজ করে
  • তথ্যের প্রক্রিয়াকরণের কাজ করে
i
ii
iii
i, ii , iii
তোমার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষন করতে চাও । এক্ষেত্রে কোন ডিভাইসটি ব্যবহার করবে ?
র‍্যাম
পেন ড্রাইভ
হার্ডডিক্স ড্রাইভ
প্রসেসর
একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে ?
মনিটর
কি বোর্ড
টাচস্ক্রিন
মাদারবোর্ড
অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে –
ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ
প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি করা
ইনপুট আউটপুট অপারেশন
বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয়

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
হাসান সাহেব তার নাতি নাতনিদের সাথে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে গল্প করছিলেন । তিনি বলেন এখন একই যন্ত্রের সাহায্যে মজার মজার অনুষ্ঠান দেখা যায়, শোনা যায়, এমনকি রেকর্ড করে পরেও তা উপভোগ করা যায় । কোন খবর যেকোন সময় যেকোন জায়গায় পৌঁছান কত সহজ হয়ে গেছে । অথচ এমন একদিন ছিল যখন এগুলো কিছুই ছিল না । জরুরি অনেক খবর পেতে কয়েক মাস লেগে যেত ।

হাসান সাহেবের গল্পে বিজ্ঞানের যে উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হল –
  • স্যাটেলাইট টেলিভিশনের উন্নয়ন
  • ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ
i
ii
iii
i, ii, iii
হাসান সাহেব যেকোন খবর যেকোন স্থানে দ্রুত পাঠাতে কোন মাধ্যম ব্যবহার করবেন ?
ল্যান্ড ফোন
রেডিও
ইন্টারনেট
মোবাইল ফোন
পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি ?
অপটিক্যাল ফাইবার
মোবাইল ফোন
ইন্টারনেট
স্যাটেলাইট

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট কয়েকটি যন্ত্রের নাম লিখ ?
উত্তরঃকম্পিউটার, মনিটর, কি বোর্ড, মাউস, মোডেম, স্ক্যানার, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, সুইচ, রাউটার ইত্যাদি ।
কম্পিউটার কিভাবে কাজ করে লিখ ?
উত্তরঃকম্পিউটারের প্রধান চারটি অংশ থাকে যেমন ইনপুট, আউটপুট, মেমোরি, প্রসেসর । ইনপুট থেকে নির্দেশনা গ্রহন করে মেমরিতে রাখে তারপর তা প্রসেসর প্রসেস করে আবার মেমরিতে পাঠিয়ে দেয় ও জমা রাখে তারপর প্রয়োজনমত তা আউটপুটে প্রদর্শন করে ।
কয়েকটি ইনপুট ও আউটপুট যন্ত্রের নাম লিখ ?
উত্তরঃইনপুট যন্ত্রঃ কি বোর্ড, মাউস, স্ক্যানার ওয়েবক্যাম, ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি ।
আউটপুট যন্ত্রঃ মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি ।
কম্পিউটার মেমোরি কি ? মেমোরি কত প্রকার ও কি কি ?
উত্তরঃযেখানে তথ্য জমা থাকে তাকে মেমোরি বলে । মেমোরি দুই প্রকার যথা ১। প্রাইমারী মেমোরি ২। সেকেন্ডারি মেমোরি
প্রাইমারী মেমোরিঃ যেখানে তথ্য অস্থায়িভাবে জমা থাকে তা প্রাইমারী মেমোরি বলে । যেমনঃ র‍্যাম
সেকেন্ডারি মেমোরিঃ যেখানে তথ্য স্থায়ীবভাবে জমা থাকে তাকে সেকেন্ডারি মেমোরি বলে । যেমনঃ হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি রম ইত্যাদি ।
প্রসেসরের কাজ কি ?
উত্তরঃইনপুট থেকে প্রাপ্ত তথ্য প্রক্রিয়া করে তা ফলাফল আকারে আউটপুটে প্রেরন করে ।
সফটওয়্যার কাকে বলে ? সফটওয়্যারের কাজ কি ?
উত্তরঃকম্পিউটারের দুইটি অংশ ১। হার্ডওয়্যার ২। সফটওয়্যার । হার্ডওয়্যারকে কার্যক্ষম করার জন্য যে বিশেষ ধরণের প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে সফটওয়্যার বলে । সফটওয়্যার তিন প্রকার ১। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ২। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ৩। থার্ড পার্টি সফটওয়্যার ।
অপারেটিং সিস্টেম সফটওয়্যার – কম্পিউটারের হার্ডওয়্যার, ইনপুট আউটপুট অপারেশন, স্টোরেজ ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও থার্ড পার্টি সফটওয়্যার কে কম্পিউটারের হার্ডওয়্যার ও স্টোরেজ ব্যবহার করতে পারে । একে ওএস সফটওয়্যার ও বলে । যেমন – উইন্ডোজ ওএস, লিনাক্স ওএস, ম্যাক ওএস ইত্যাদি ।
অ্যাপ্লিকেশন সফটওয়্যার – আমরা যে লেখালেখি করি, গান শুনি, ছবি আঁকি, ইন্টারনেট সার্ফিং করি যে সফটওয়্যার ব্যবহার করে তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে । যেমন – মাইক্রোসফট অফিস, পেইন্ট, বিভিন্ন ধরণের গেম ।
থার্ড পার্টি সফটওয়্যার – কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো বিভিন্ন কোম্পানি ব্যবহারকারীর সুবিধার জন্য তৈরি করা হয়েছে । যেগুলো ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে অর্থ পরিশোধ করতে হয় সে রকম সফটওয়্যার গুলোকে থার্ড পার্টি সফটওয়্যার বলে । যেমন – এডোবি সফটওয়্যার, এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি ।
অপটিক্যাল ফাইবার কি ? কিভাবে কাজ করে?
উত্তরঃঅপটিক্যাল ফাইবার এক ধরনের নেটওয়ার্ক মিডিয়াম যার সাহায্য আলোক তরঙ্গ ব্যবহার করে তথ্য ও উপাত্ত পরিবহণ ও পরিচলন করা যায়। ডিজিটাল সিগন্যালকে আলোক তরঙ্গে রুপান্তিত করে আবার আলোক তরঙ্গকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে তথ্য আদান প্রদান করে ।
মডেম কাকে বলে ?
উত্তরঃওয়্যারলেস ডাটা যোগাযোগের জন্য মোডেম ব্যবহার করা হয় এর মধ্য মডুলেশন ও ডি মডুলেশন যুক্ত থাকার কারনে একই সাথে ডাটা গ্রহন ও প্রেরন করতে পারে ।
স্যাটেলাইট কাকে বলে ?
উত্তরঃস্যাটেলাইট এক ধরণের কৃতিম উপগ্রহ যার সাহায্য ওয়্যারলেস সিগন্যাল পাঠান ও গ্রহন করা যায় । ২০১৮ সালে বঙ্গবন্ধু ১ নামে বাংলাদেশ প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরন করে।
ICT Class 6WATCH ON YOUTUBE

অধ্যায় – ৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার

বহু নির্বাচনী প্রশ্ন

আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত ?
২০০
২৪০
২২০
২৬০
কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত ?
সময়ের
মানসিক ক্লান্তি
বৈদ্যুতিক সংযোগ
দুর্যোগপূর্ণ আবহাওয়া
সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত ?
মোটা সুতি কাপড়
ভেজা সুতি কাপড়
নরম সুতি কাপড়
গ্লাস ক্লিনার
আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায় –
  • আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ
  • স্বাস্থ্য ঝুকি এড়িয়ে আইসিটির নিরাপদ ব্যবহার
  • আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহন
i, ii
i, iii
ii, iii
i, ii , iii
হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হয় ?
কক্ষের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা
অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা নিশ্চিত করা
কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা
কম্পিউটার বন্ধ করে দেওয়া

অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
ভুল করে জানালা খোলা রেখেই সালমা মা – বাবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিলো । বাসায় ফিরে এসে দেখে টার কম্পিউটারের কি বোর্ড মাউস ঠিকমত কাজ করছে না ।

সালমার কম্পিউটারের কি বোর্ড ও মাউস ঠিকমত কাজ না করার কারণ
  • কক্ষটিতে অতিরিক্ত ধুলোবালির প্রবেশ
  • কম্পিউটার কক্ষে এয়ারকন্ডিশনার ব্যবহার না করা
  • কম্পিউটার রক্ষণাবেক্ষণে অসতর্কতা
i, ii
ii, iii
i, iii
i , ii, iii
সালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কি ব্যবহার করতে পারে ?
গ্লাস ক্লিনার
ভেজা নরম কাপড়
কটন বাড
সুতি কাপড়

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে কি বুঝায় বর্ণনা কর ?
উত্তরঃপ্রতিটি যন্ত্র ব্যবহারের জন্য কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় তেমনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত যন্ত্রপাতি যেমন কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ ব্যবহারে কিছু নিয়ম মানলে যে কোন ধরণের দুর্ঘটনা থেকে নিরাপদ থাকা যায় । যে সব বিষয় মেনে চলতে হয় টা হল –
  1. বৈদ্যুতিক লাইনে সরাসরি হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকা
  2. ধুলাবালি মুক্ত জায়গায় কম্পিউটার রাখা
  3. কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারে যাতে পানি না পরে সে বিষয়ে সতর্ক থাকা
  4. অতিরিক্ত গরম পরিবেশে কম্পিউটার না রাখা , এমন জায়গায় রাখা যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে ।
  5. একাধারে ২-৩ ঘণ্টার বেশি কম্পিউটার ব্যবহার না করা । প্রতি ৩০ মিনিট পরপর চেয়ার থেকে উঠে একটু চলাচল করা ।
ক্ষতিকারক সফটওয়্যার কাকে বলে ?
উত্তরঃযে সকল সফটওয়্যার কম্পিউটারের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটায়, হার্ডওয়্যার ইন্টারফেস নষ্ট করে দেয় এমনকি কম্পিউটার পর্যন্ত নষ্ট করে দিতে পারে এসব সফটওয়্যার কে ক্ষতিকারক সফটওয়্যার বা মেলিসিয়াস সফটওয়্যার বলে
কম্পিউটার ভাইরাস কাকে বলে ?
উত্তরঃকম্পিউটার ভাইরাস হল এমন এক ধরণের ম্যালওয়ার যা কার্যকারী ফাইলের সাথে যুক্ত থাকে ফাইলটি যখন রান করানো হয় তখন অন্যান্য ফাইলগুলো ভাইরাসে আক্রান্ত হয় ।
কয়েকটি এন্টিভাইরাসের নাম লিখ ?
উত্তরঃনরটন, অ্যাভাস্ট, কাসপারেস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেন্সিয়াল ইত্যাদি ।
আইসিটি ব্যবহারে ঝুঁকি কি কি ?
উত্তরঃপ্রতিটি যন্ত্র ব্যবহারের কিছু ঝুঁকি আছে তেমনি আইসিটি ব্যবহারের ও কিছু ঝুঁকি আছে যেমনঃ
  1. অতিরিক্ত ব্যবহার করলে পিঠে, ঘাড়ে, কোমরে, আঙুলে ও চোখে ব্যাথা হতে পারে ।
  2. মানসিক সমস্যা দেখা দিতে পারে ।
  3. কম্পিউটারে আসক্তি তৈরি হতে পারে ।
  4. সামাজিক নেটওয়ার্ক এর মাধ্যমে অনেক অপরাধমুলক কাজে জরিয়ে যেতে পারে ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় লিখ ?
উত্তরঃকম্পিউটারের বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে দিতে হবে । মনিটর ও অন্যান্য যন্ত্রাংশ সঠিকভাবে ব্যবহার করতে হবে । ধুলাবালি থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে । অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে । সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে ।
ICT Class 6WATCH ON YOUTUBE

অধ্যায় – ৪

ওয়ার্ড প্রসেসিং

বহু নির্বাচনী প্রশ্ন

কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে লেখালেখির কাজ করা যায় ?
গ্রাফিক্স সফটওয়্যার
ইউটিলিটি সফটওয়্যার
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
স্প্রেডশিট সফটওয়্যার
ওয়ার্ড প্রসেসরে এনটার (Enter) কোন কাজে ব্যবহার করা হয় ?
নির্বাচিত অংশ মুছে ফেলতে
কার্সরের বাম দিকের অক্ষর মুছতে
কার্সরের বাম দিকের অক্ষর মুছতে
মেনু বা ডায়ালগ বক্স বাতিল করতে
রিবন কি ?
ডকুমেন্টের শিরোনাম নির্দেশনা
চিত্রের মাধ্যমে সাজানো কমান্ড তালিকা
কাজের ধরন অনুযায়ী কমান্ড তালিকা
চিত্রের সাজানো সম্পাদনার কমান্ড তালিকা
অফিস বাটন ব্যবহার করে পুরাতন ফাইল খুলতে কোথায় ক্লিক করতে হয় ?
New
Save
Open
Text
অফিস বাটন ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয় ?
New
Close
Save
File
অফিস বাটন ব্যবহার করে ফাইল বন্ধ করতে কোথায় ক্লিক করতে হয় ?
Save
File
Exit
Open

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
মিনা জানলেন, পৃথিবীর পাঁচটি দেশে নারীদের অবস্থা বেশি শোচনীয় । তিনি সিদ্ধান্ত নিলেন, এ বিষয়ে গবেষণা করে প্রাপ্ত ফলাফল সেমিনারে উপস্থাপন করবেন । এছাড়াও তিনি খ্যাতিমান ব্যক্তিদের সাথে মত বিনিময়ের চিন্তা করলেন ।

সেমিনারে উপস্থাপনের জন্য মিনা কোন সফটওয়্যার ব্যবহার করে প্রতিবেদন তৈরি করবে ?
গ্রাফিক্স সফটওয়্যার
ইউটিলিটি সফটওয়্যার
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
কাস্টমাইজ সফটওয়্যার
মিনা খ্যাতিমান ব্যক্তিদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে কোন মাধ্যমটি বেশি উপযোগী বলে বিবেচনা করতে পারে
মোবাইল ফোন
ল্যান্ডফোন
ইন্টারনেট
ফ্যাক্স

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

ওয়ার্ড প্রসেসর কি ?
উত্তরঃলেখালেখির কাজ করার জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে তাকে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার বলে । যেমনঃ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব লিখ ?
উত্তরঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব অনেক । যেমন কোন লেখাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য ওয়ার্ড প্রসেসরের তুলনা হয় না । এছাড়া ছবি, টেবিল ও অনেক ডিজাইন ব্যবহার করার সুযোগ দেয়া আছে এই ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারে ।
ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে নতুন ফাইল তৈরি করার পদ্ধতি লিখ ?
উত্তরঃস্টার্ট বাটন এ ক্লিক কর । মাইক্রোসফট অফিস এ ক্লিক কর । তারপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড এ ক্লিক কর । তারপর স্ক্রিনের উপরে ফাইলে ক্লিক কর । তারপর স্ক্রিনে সাদা জায়গায় লেখালেখি কর ।
ICT Class 6WATCH ON YOUTUBE

অধ্যায় – ৫

ইন্টারনেট পরিচিতি

বহু নির্বাচনী প্রশ্ন

পৃথিবী জুড়ে অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্ক এর নাম –
ল্যান্ডফোন নেটওয়ার্ক
মোবাইল নেটওয়ার্ক
ইন্টারনেট
হাইপারলিংক
ইন্টারনেট কত সালে শুরু হয় ?
১৯৫৯
১৯৭৯
১৯৬৯
১৯৮৯
ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে কি ব্যবহার করতে হয় ?
ওয়েব ব্রাউজার
হাইপারলিংক
সার্চ ইঞ্জিন
ই-মেইল
তথ্যের মহাসরনি কাকে বলা হয় ?
ই-মেইল
মোবাইল ফোন
ইন্টারনেট
ল্যান্ডফোন
ইন্টারনেটকে Interconnected Network বলার কারণ –
  • এটি বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটারের সাথে যুক্ত
  • এর মাধ্যমে বিশ্বের অসংখ্য ব্যক্তির সাথে যোগাযোগ সম্ভব
  • এর মাধ্যমে বিশ্বের যেকোন ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়
নিচের কোনটি সঠিক
i
i, ii
i, iii
i, ii, iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও?
অস্ট্রেলিয়ায় বসবাসরত শিক্ষার্থী দীপা দীর্ঘদিন পর মা-বাবার সাথে বাংলাদেশে আসে । আসার আগে টার শিক্ষক তাকে “বাংলাদেশের দর্শনীয় স্থান ” সম্পর্কে একটি প্রতিবেদন লিখে পাঠাতে বলেন ।

দিপা তার বাসায় বসে দ্রুত সহজে বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে কিভাবে তথ্য পেতে পারে ?
খবরের কাগজ পড়ে
বাংলাদেশ বিষয়ক বইপত্র পড়ে
ইন্টারনেটের মাধ্যমে
মোবাইল ফোনের মাধ্যমে
দীপা তার শিক্ষকের কাছে কোন মাধ্যম ব্যবহার করে প্রতিবেদনটি পাঠাতে পারে ?
ডাকযোগে
ফ্যাক্সের মাধ্যমে
ই-মেইলের মাধ্যমে
মোবাইল ফোনে

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে ?
উত্তরঃদুই বা ততোধিক কম্পিউটার একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সঙ্গে যুক্ত থাকে এবং একে অপরের সাথে যোগাযোগ করতে পারে । তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে ।
ইন্টারনেট কি ?
উত্তরঃঅনেকগুলো নেটওয়ার্কের সমষ্টি হল ইন্টারনেট যারা একে অপরের সাথে তথ্য উপাত্ত বিনিময় করতে পারে । ইন্টারনেট আসলে পৃথিবীব্যাপী তথ্য উপাত্ত আদানপ্রদান করার নেটওয়ার্ক ।
ওয়েবসাইট কি ?
উত্তরঃইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যখন কেউ তার ব্যক্তিগত, প্রতিষ্ঠানের তথ্য, গবেষণার তথ্য একটি ওয়েব পেজ এ রেখে দেয় এবং অন্যরা তার সম্পর্কে ঐ সাইট এ গিয়ে জানতে পারে সেটি আসলে ওয়েবসাইট । প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ইউআরএল থাকে । এই ইউ আর এল ঐ ওয়েবসাইটের ঠিকানা নির্দেশ করে ।
সার্চ ইঞ্জিন কাকে বলে ?
উত্তরঃইন্টারনেটের মাধ্যমে কোনকিছু খোজার জন্য যে বিশেষ ধরণের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে ।
কয়েকটি ওয়েব ব্রাউজারের নাম লিখ ?
উত্তরঃমজিলা ফায়ারফক্স , গুগল ক্রম , ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, সাফারি ইত্যাদি
কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লিখ ?
উত্তরঃগুগল, ইয়াহু, বিং, পিপীলিকা, আমাজন ইত্যাদি ।
OUT Website Visit learnictbd ICT Class 6WATCH ON YOUTUBE For More Visit
YOUTUBE
ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6 ICT Class 6