Class Six
ict class 6
ict class 6
**** ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পূর্ণমান -১৫ যার মধ্যে ৭ টি বহু নির্বাচনী প্রশ্ন ৭ নম্বর ও ৭ টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে ৪ টির উত্তর দিতে হবে প্রতিটি ২ নম্বর করে ৮ নম্বর । ***পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে রিডিং পড়তে হবে ।
অধ্যায় - ১ ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি )
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল ?ক। কম্পিউটার | খ। ল্যান্ডফোন |
গ। মোবাইল ফোন | ঘ। অপটিক্যাল ফাইবার |
ক। কম্পিউটার | খ। ইন্টারনেট |
গ। মোবাইল ফোন | ঘ। ল্যান্ডফোন |
ক। প্রচার ও গণ মাধ্যম | খ। প্রকাশনা |
গ। বিনোদন | ঘ। ব্যাংকিং |
ক। ডিজিটাল ক্যামেরা | খ। সিসিটিভি |
গ। অপটিক্যাল ফাইবার | ঘ। অনলাইন সংবাদ মাধ্যম |
নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন
পৃথিবীর যেকোন স্থানে তথ্য পাওয়ার সুবিধা
তথ্য বিনিময়ের অবারিত সুযোগ
ক। i | খ। i ও ii |
গ। ii ও iii | ঘ। i,ii ও iii |
ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক ফারজানাকে মাসিক ১০০০.০০ টাকা বৃত্তি প্রদান করে । বৃত্তির টাকা উঠানোর জন্য ফারজানাকে ঐ ব্যাংকে হিসাব খুলতে হয় । হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি পুরন করতে হয় ।
৬। ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে কি বলা হয় ।
ক। তথ্য | খ। ঘটনা |
গ। উপাত্ত | ঘ। প্রেক্ষাপট |
ক। পে অর্ডার | খ। চেক |
গ। ব্যাংক ড্রাফট | ঘ। এটিএম কার্ড |
ক। রেডিও | খ। মোবাইল |
গ। ল্যান্ড ফোন | ঘ। টেলিভিশন |
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১। গ্লোবাল ভিলেজ কি? গ্লোবাল ভিলেজ কাকে বলে?উত্তরঃ ইন্টারনেট আবিষ্কারের ফলে পৃথিবীর যেকোন প্রান্তে যে কারো সাথে আমরা যোগাযোগ করতে পারি যেমন আমরা একই গ্রামে থেকে একে অন্যের সাথে যোগাযোগ করে থাকি । তাই এই পদ্ধতিকে গ্লোবাল ভিলেজ বলে ।
২। তথ্য ও উপাত্ত কাকে বলে ?
উত্তরঃ উপাত্ত হল তথ্যের একটি অংশ মাত্র । উপাত্তকে প্রক্রিয়া করে সঠিক কাঠামো দিয়ে যখন উপস্থাপন করা হয় এবং তা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে তথ্য বা ইনফরমেশন বলে ।
৩। অপটিক্যাল ফাইবার কি ? কিভাবে কাজ করে?
উত্তরঃ অপটিক্যাল ফাইবার এক ধরনের নেটওয়ার্ক মিডিয়াম যার সাহায্য আলোক তরঙ্গ ব্যবহার করে তথ্য ও উপাত্ত পরিবহণ ও পরিচলন করা যায়। ডিজিটাল সিগন্যালকে আলোক তরঙ্গে রুপান্তিত করে আবার আলোক তরঙ্গকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে তথ্য আদান প্রদান করে ।
৪। আইসিটি ICT এর পূর্ণ অর্থ কি ?
উত্তরঃ আইসিটি পূর্ণ অর্থ হল ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলোজি ।
৫। ই বুক কি ?
উত্তরঃ ই বুক হল ইলেকট্রনিক বুক ।
৬। টেলিমেডিসিন কি অথবা টেলি মেডিসিন কাকে বলে?
উত্তরঃ টেলিফোন ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহন করার পদ্ধতিকে টেলি মেডিসিন বলে ।
৭। এটিএম এর পূর্ণ অর্থ কি ?
উত্তরঃ এটিএম এর পূর্ণ অর্থ হল অটোমেটেড ট্রেলার মেশিন ।
৮। ই কমার্স কি ?
উত্তরঃ ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে কেনাকাটার যে পদ্ধতি তাকে ই কমার্স বলে।
৯। জিপিএস কাকে বলে ?
উত্তরঃ জিপিএস এর পূর্ণ অর্থ হল গ্লোবাল পজিশনিং সিস্টেম । ইন্টারনেট ব্যবহার করে যে কোন এলাকার রাস্তা ঘাটের অবস্থান জানা যায় ।
১০। জিনোম কি ?
উত্তরঃ একটি ডিএনএ এর সকল জিনসহ একটি সম্পূর্ণ জিনের সেট ।
এই অধ্যায়ের ভিডিও পেতে ক্লিক করুন

History of Computer
অধ্যায় ২ ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি )
বহু নির্বাচনী প্রশ্ন
১। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি ?ক। রেডিও | খ। মোবাইল |
গ। ল্যান্ড ফোন | ঘ। টেলিভিশন |
মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে
কম্পিউটারের নির্দেশক হিসেবে কাজ করে
তথ্যের প্রক্রিয়াকরণের কাজ করে
ক। i | খ। ii |
গ। iii | ঘ। i,ii ও iii |
ক। র্যাম | খ। হার্ডডিস্ক ড্রাইভ |
গ। প্রসেসর | ঘ। পেনড্রাইভ |
ক। মনিটর | খ। টাচস্ক্রিন |
গ। কি বোর্ড | ঘ। মাদারবোর্ড |
ক। ইনপুট আউটপুট অপারেশন | খ। ফাইল সিস্টেম নিয়ন্ত্রন |
গ। প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি করা | ঘ। বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয় |
হাসান সাহেব তার নাতি নাতনিদের সাথে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে গল্প করছিলেন । তিনি বলেন এখন একই যন্ত্রের সাহায্যে মজার মজার অনুষ্ঠান দেখা যায়, শোনা যায়, এমনকি রেকর্ড করে পরেও তা উপভোগ করা যায় । কোন খবর যেকোন সময় যেকোন জায়গায় পৌঁছান কত সহজ হয়ে গেছে । অথচ এমন একদিন ছিল যখন এগুলো কিছুই ছিল না । জরুরি অনেক খবর পেতে কয়েক মাস লেগে যেত । ৬। হাসান সাহেবের গল্পে বিজ্ঞানের যে উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হল –
স্যাটেলাইট টেলিভিশনের উন্নয়ন
ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ
ক। i | খ। ii |
গ। i ও iii | ঘ। ii ও iii |
ক। ইন্টারনেট | খ। ল্যান্ড ফোন |
গ। রেডিও | ঘ। মোবাইল ফোন |
ক। অপটিক্যাল ফাইবার | খ। ইন্টারনেট |
গ। মোবাইল ফোন | ঘ। স্যাটেলাইট |
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট কয়েকটি যন্ত্রের নাম লিখ ?উত্তরঃ কম্পিউটার, মনিটর, কি বোর্ড, মাউস, মোডেম, স্ক্যানার, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, সুইচ, রাউটার ইত্যাদি ।
২। কম্পিউটার কিভাবে কাজ করে লিখ ?
উত্তরঃ কম্পিউটারের প্রধান চারটি অংশ থাকে যেমন ইনপুট, আউটপুট, মেমোরি, প্রসেসর । ইনপুট থেকে নির্দেশনা গ্রহন করে মেমরিতে রাখে তারপর তা প্রসেসর প্রসেস করে আবার মেমরিতে পাঠিয়ে দেয় ও জমা রাখে তারপর প্রয়োজনমত তা আউটপুটে প্রদর্শন করে ।
৩। কয়েকটি ইনপুট ও আউটপুট যন্ত্রের নাম লিখ ?
উত্তরঃ ইনপুট যন্ত্রঃ কি বোর্ড, মাউস, স্ক্যানার ওয়েবক্যাম, ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি ।
আউটপুট যন্ত্রঃ মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি ।
৪। কম্পিউটার মেমোরি কি ? মেমোরি কত প্রকার ও কি কি ?
উত্তরঃ যেখানে তথ্য জমা থাকে তাকে মেমোরি বলে । মেমোরি দুই প্রকার যথা ১। প্রাইমারী মেমোরি ২। সেকেন্ডারি মেমোরি
প্রাইমারী মেমোরিঃ যেখানে তথ্য অস্থায়িভাবে জমা থাকে তা প্রাইমারী মেমোরি বলে । যেমনঃ র্যাম
সেকেন্ডারি মেমোরিঃ যেখানে তথ্য স্থায়ীবভাবে জমা থাকে তাকে সেকেন্ডারি মেমোরি বলে । যেমনঃ হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি রম ইত্যাদি ।
৫। প্রসেসরের কাজ কি ?
উত্তরঃ ইনপুট থেকে প্রাপ্ত তথ্য প্রক্রিয়া করে তা ফলাফল আকারে আউটপুটে প্রেরন করে ।
৬। সফটওয়্যারের কাজ কি ?
উত্তরঃ কম্পিউটারের দুইটি অংশ ১। হার্ডওয়্যার ২। সফটওয়্যার । হার্ডওয়্যারকে কার্যক্ষম করার জন্য যে বিশেষ ধরণের প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে সফটওয়্যার বলে । সফটওয়্যার তিন প্রকার ১। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ২। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ৩। থার্ড পার্টি সফটওয়্যার ।
৭। অপটিক্যাল ফাইবার কি ? কিভাবে কাজ করে?
উত্তরঃ অপটিক্যাল ফাইবার এক ধরনের নেটওয়ার্ক মিডিয়াম যার সাহায্য আলোক তরঙ্গ ব্যবহার করে তথ্য ও উপাত্ত পরিবহণ ও পরিচলন করা যায়। ডিজিটাল সিগন্যালকে আলোক তরঙ্গে রুপান্তিত করে আবার আলোক তরঙ্গকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে তথ্য আদান প্রদান করে ।
৮। মডেম কাকে বলে ?
উত্তরঃ ওয়্যারলেস ডাটা যোগাযোগের জন্য মোডেম ব্যবহার করা হয় এর মধ্য মডুলেশন ও ডি মডুলেশন যুক্ত থাকার কারনে একই সাথে ডাটা গ্রহন ও প্রেরন করতে পারে ।
৯। স্যাটেলাইট কাকে বলে ?
উত্তরঃ স্যাটেলাইট এক ধরণের কৃতিম উপগ্রহ যার সাহায্য ওয়্যারলেস সিগন্যাল পাঠান ও গ্রহন করা যায় । ২০১৮ সালে বঙ্গবন্ধু ১ নামে বাংলাদেশ প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরন করে।
এই অধ্যায়ের ভিডিও পেতে ক্লিক করুন

ICT Job Solution
অধ্যায় ৩( তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার )
বহু নির্বাচনী প্রশ্ন
১। আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত ?ক। ২০০ | খ। ২২০ |
গ। ২৪০ | ঘ। ২৬০ |
ক। সময়ের | খ। বৈদ্যুতিক সংযোগ |
গ। মানসিক ক্লান্তি | ঘ। দুর্যোগপূর্ণ আবহাওয়া |
ক। নরম সুতি কাপড় | খ। মোটা সুতি কাপড় |
গ। ভেজা সুতি কাপড় | ঘ। গ্লাস ক্লিনার |
আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ
স্বাস্থ্য ঝুকি এড়িয়ে আইসিটির নিরাপদ ব্যবহার
আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহন
ক। i ও ii | খ। i ও iii |
গ। ii ও iii | ঘ। i , ii ও iii |
ক। কক্ষের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা | খ। অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা নিশ্চিত করা |
গ। কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা | ঘ। কম্পিউটার বন্ধ করে দেওয়া |
ভুল করে জানালা খোলা রেখেই সালমা মা – বাবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিলো । বাসায় ফিরে এসে দেখে টার কম্পিউটারের কি বোর্ড মাউস ঠিকমত কাজ করছে না ।
৬। সালমার কম্পিউটারের কি বোর্ড ও মাউস ঠিকমত কাজ না করার কারণ
কক্ষটিতে অতিরিক্ত ধুলোবালির প্রবেশ
কম্পিউটার কক্ষে এয়ারকন্ডিশনার ব্যবহার না করা
কম্পিউটার রক্ষণাবেক্ষণে অসতর্কতা
ক। i ও ii | খ। i ও iii |
গ। ii ও iii | ঘ। i , ii ও iii |
ক। গ্লাস ক্লিনার | খ। ভেজা নরম কাপড় |
গ। সুতি কাপড় | ঘ। কটন বাড |
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১। ক্ষতিকারক সফটওয়্যার কাকে বলে ?উত্তরঃ যে সকল সফটওয়্যার কম্পিউটারের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটায়, হার্ডওয়্যার ইন্টারফেস নষ্ট করে দেয় এমনকি কম্পিউটার পর্যন্ত নষ্ট করে দিতে পারে এসব সফটওয়্যার কে ক্ষতিকারক সফটওয়্যার বা মেলিসিয়াস সফটওয়্যার বলে ।
২। কম্পিউটার ভাইরাস কাকে বলে ?
উত্তরঃ কম্পিউটার ভাইরাস হল এমন এক ধরণের ম্যালওয়ার যা কার্যকারী ফাইলের সাথে যুক্ত থাকে ফাইলটি যখন রান করানো হয় তখন অন্যান্য ফাইলগুলো ভাইরাসে আক্রান্ত হয় ।
৩। কয়েকটি এন্টিভাইরাসের নাম লিখ ?
উত্তরঃ নরটন, অ্যাভাস্ট, কাসপারেস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেন্সিয়াল ইত্যাদি ।
৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে কি বুঝায় ?
উত্তরঃ কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে দিতে হবে । মনিটর ও অন্যান্য যন্ত্রাংশ সঠিকভাবে ব্যবহার করতে হবে । ধুলাবালি থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে । অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে । সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে ।
এই অধ্যায়ের ভিডিও পেতে ক্লিক করুন

ICT HSC
অধ্যায় ৪ ( ওয়ার্ড প্রসেসিং )
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে লেখালেখির কাজ করা যায় ?ক। গ্রাফিক্স সফটওয়্যার | খ। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার |
গ। ইউটিলিটি সফটওয়্যার | ঘ। স্প্রেডশিট সফটওয়্যার |
ক। নির্বাচিত অংশ মুছে ফেলতে | খ। কার্সরকে এক লাইন নিচে নামাতে |
গ। কার্সরের বাম দিকের অক্ষর মুছতে | ঘ। মেনু বা ডায়ালগ বক্স বাতিল করতে |
ক। ডকুমেন্টের শিরোনাম নির্দেশনা | খ। চিত্রের মাধ্যমে সাজানো কমান্ড তালিকা |
গ। কাজের ধরন অনুযায়ী কমান্ড তালিকা | ঘ। চিত্রের সাজানো সম্পাদনার কমান্ড তালিকা |
ক। New | খ। Open |
গ। Save | ঘ। Text |
ক। New | খ। Close |
গ। Save | ঘ। File |
ক। Exit | খ। Save |
গ। File | ঘ। Open |
মিনা জানলেন, পৃথিবীর পাঁচটি দেশে নারীদের অবস্থা বেশি শোচনীয় । তিনি সিদ্ধান্ত নিলেন, এ বিষয়ে গবেষণা করে প্রাপ্ত ফলাফল সেমিনারে উপস্থাপন করবেন । এছাড়াও তিনি খ্যাতিমান ব্যক্তিদের সাথে মত বিনিময়ের চিন্তা করলেন ।
৭। সেমিনারে উপস্থাপনের জন্য মিনা কোন সফটওয়্যার ব্যবহার করে প্রতিবেদন তৈরি করবে ?
ক। গ্রাফিক্স সফটওয়্যার | খ। ইউটিলিটি সফটওয়্যার |
গ। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার | ঘ। কাস্টমাইজ সফটওয়্যার |
ক। মোবাইল ফোন | খ। ল্যান্ডফোন |
গ। ইন্টারনেট | ঘ। ফ্যাক্স |
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১। ওয়ার্ড প্রসেসর কি ?উত্তরঃ লেখালেখির কাজ করার জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে তাকে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার বলে । যেমনঃ মাইক্রোসফট অফিস ওয়ার্ড । ২। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে নতুন ফাইল তৈরি করার পদ্ধতি লিখ ?
উত্তরঃ স্টার্ট বাটন এ ক্লিক কর । মাইক্রোসফট অফিস এ ক্লিক কর । তারপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড এ ক্লিক কর । তারপর স্ক্রিনের উপরে ফাইলে ক্লিক কর । তারপর স্ক্রিনে সাদা জায়গায় লেখালেখি কর ।
এই অধ্যায়ের ভিডিও পেতে ক্লিক করুন

অধ্যায় ৫ ( ইন্টারনেট পরিচিতি )
বহু নির্বাচনী প্রশ্ন
১। পৃথিবী জুড়ে অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্ক এর নাম –ক। ল্যান্ডফোন নেটওয়ার্ক | খ। মোবাইল নেটওয়ার্ক |
গ। ইন্টারনেট | ঘ। হাইপারলিংক |
ক। ১৯৫৯ | খ। ১৯৬৯ |
গ। ১৯৭৯ | ঘ। ১৯৮৯ |
ক। ওয়েব ব্রাউজার | খ। সার্চ ইঞ্জিন |
গ। হাইপারলিংক | ঘ। ই-মেইল |
ক। ই-মেইল | খ। মোবাইল ফোন |
গ। ইন্টারনেট | ঘ। ল্যান্ডফোন |
এটি বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটারের সাথে যুক্ত
এর মাধ্যমে বিশ্বের অসংখ্য ব্যক্তির সাথে যোগাযোগ সম্ভব
এর মাধ্যমে বিশ্বের যেকোন ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়
নিচের কোনটি সঠিক
ক। i | খ। i ও ii |
গ। ii ও iii | ঘ। i , ii ও iii |
অস্ট্রেলিয়ায় বসবাসরত শিক্ষার্থী দীপা দীর্ঘদিন পর মা-বাবার সাথে বাংলাদেশে আসে । আসার আগে টার শিক্ষক তাকে “বাংলাদেশের দর্শনীয় স্থান ” সম্পর্কে একটি প্রতিবেদন লিখে পাঠাতে বলেন ।
৬। দীপা বাসায় বসে দ্রুত, সহজে বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে কিভাবে তথ্য পেতে পারে ?
ক। খবরের কাগজ পড়ে | খ। বাংলাদেশ বিষয়ক বইপত্র পড়ে |
গ। মোবাইল ফোনের মাধ্যমে | ঘ। ইন্টারনেটের মাধ্যমে |
ক। ডাকযোগে | খ। ফ্যাক্সের মাধ্যমে |
গ। ই-মেইলের মাধ্যমে | ঘ। মোবাইল ফোনে |
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১। কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে ?উত্তরঃ দুই বা ততোধিক কম্পিউটার একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সঙ্গে যুক্ত থাকে এবং একে অপরের সাথে যোগাযোগ করতে পারে । তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে । ২। সার্চ ইঞ্জিন কাকে বলে ?
উত্তরঃ ইন্টারনেটের মাধ্যমে কোনকিছু খোজার জন্য যে বিশেষ ধরণের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে ।
৩। কয়েকটি ওয়েব ব্রাউজারের নাম লিখ ?
উত্তরঃ মজিলা ফায়ারফক্স , গুগল ক্রম , ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, সাফারি ইত্যাদি
৪। কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লিখ ?
উত্তরঃ গুগল, ইয়াহু, বিং, পিপীলিকা, আমাজন ইত্যাদি ।
এই অধ্যায়ের ভিডিও পেতে ক্লিক করুন

ict class 6 ict class 6 ict class 6 ict class 6 ict class 6 ict class 6 mcq, ict class 6 Computer, ict class 6 short question, ict class 6 2020