ICT Class 7

ICT Class 7
ICT Class 7
ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের পূর্ণমান – ১৫ যার মধ্যে ৭ টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে এবং ৭ টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে ।পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে রিডিং পড়তে হবে ।
অধ্যায় – ১
প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহু নির্বাচনী প্রশ্ন
কোন আবিষ্কারের ফলে নতুন কোথায় ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয় ?কম্পিউটার
ইন্টারনেট
জিপিএস
মোবাইল ফোন
নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব ?
কম্পিউটার
মোবাইল ফোন
ইন্টারনেট
ল্যান্ড ফোন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে –
- বই পড়া যায়
- ব্যাংকের লেনদেন করা যায়
- গেম খেলা যায়
i, iii
ii, iii
i, ii, iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে । সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে । সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে ।
- মোবাইল ফোন ব্যবহার করে
- ইন্টারনেট ব্যবহার করে
- কম্পিউটার ব্যবহার করে
i,ii
i, iii
ii, iii
i , ii, iii
রেবা যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তির আবেদন করেছিল তার নাম কি ?
মোবাইল প্রযুক্তি
ইন্টারনেট
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ইন্টারনেট
এ ধরণের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাদি হল –
- সময় ও অর্থ সাশ্রয়
- শারিরিক শ্রম লাঘব
- পরিবেশ সংরক্ষণ
i, iii
ii, iii
i, ii, iii
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
জিপিএস কাকে বলে ?উত্তরঃজিপিএস এর পূর্ণ অর্থ হল গ্লোবাল পজিশনিং সিস্টেম । ইন্টারনেট ব্যবহার করে যে কোন এলাকার রাস্তা ঘাটের অবস্থান জানা যায় ।
নিউট্রিনো কি?
উত্তরঃনিউট্রিনো ইলেকট্রনের অনুরূপ শুধুমাত্র একটি পার্থক্য ছাড়া আর তা হল ইলেকট্রনে চার্জ থাকে কিন্তু নিউট্রিনো চার্জ নিরপেক্ষ এবং ইহা কোন ইলেকট্রোম্যাগনেট দ্বারা প্রভাবিত হয় না ।
উইকিপিডিয়া কি?
উত্তরঃউইকিপিডিয়া এক ধরণের ওয়েবসাইট যেখানে বিভিন্ন ধরণের কনটেন্ট লেখা হয়ে থাকে । এটি একটি ফ্রি ওয়েবসাইট এখানে যে কেউ কনটেন্ট লেখতে পারে এবং পরিবর্তন পরিবর্ধন করতে পারে।
প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখ ?
উত্তরঃবর্তমান বিশ্বে মানব জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয় । যেমনঃ
ব্যক্তি জীবনেঃ ব্যক্তি জীবনের অনেক ক্ষেত্রে ই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে । ব্যক্তিগত যোগাযোগে মোবাইল, টেলিফোন , ই মেইল ম্যাসেজিং বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, টেলিভিশন এছাড়াও অনলাইনে চিকিৎসা, শিক্ষা ইত্যাদি ।
কর্মক্ষেত্রেঃ বর্তমানে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অপরিসীম । স্বল্প সময়ে স্বল্প লোকবলে অধিক কাজ করা সম্ভব হয়েছে । কল সেন্টার ও ভার্চুয়াল অফিস ইমেইল ও অন্যান্য মাধ্যম ব্যবহার করে অনেক কাজ সহজে করা সম্ভব । রোবট, পাইলটবিহীন ড্রোন এর মাধ্যমে মানুষের পক্ষে যে কাজ করা সম্ভব না সে কাজ ও করা সম্ভব হয়েছে।
সামাজিক জীবনেঃ বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যপকভাবে ব্যবহার হয়ে আসছে । বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের দাওয়াত, ই কার্ড প্রেরণের শুভেচ্ছা বিনিময় । ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কড ইন ইত্যাদি সামাজিক মাধ্যম ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে থাকে ।
ইভিএম কি?
উত্তরঃইভিএম হল ইলেকট্রনিক ভোটিং মেশিন যার সাহায্যে হাতের আঙুলের ছাপ ব্যবহার করে ভোটের কাজ সম্পাদন করা হয় ।
ড্রোন কি?
উত্তরঃপাইলটবিহীন রিমোট চালিত একধরণের বিমান যার সাহায্যে ছবি ও অন্যান্য তথ্য সংগ্রহ করা যায় ।
কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখ ?
উত্তরঃফেসবুক, টুইটার, লিংকড ইন , গুগল প্লাস ইত্যাদি ।

অধ্যায় – ২
কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি
বহু নির্বাচনী প্রশ্ন
তুমি একটি ছবির ডিজিটাল প্রতিলিপি করতে চাও । এ ক্ষেত্রে কম্পিউটারের কোন ডিভাইসটি ব্যবহার করবে ?প্লটার
কি বোর্ড
স্ক্যানার
প্রিন্টার
তোমার ডিজিটাল ক্যামেরায় তলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে ?
রম
র্যাম
হার্ড ডিস্ক
প্রসেসর
প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারন হচ্ছে প্রসেসর –
- মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে
- কম্পিউটারের নির্দেশক হিসেবে কাজ করে
- তথ্যের প্রক্রিয়াকরণের কাজ করে
ii
iii
i, ii, iii
এক সাথে সরাসরি ছবি দেখা ও কথা বলার জন্য কোন কোন ডিভাইস ব্যবহার করা হয় ?
মোবাইল ফোন ও ওয়েব ক্যামেরা
কম্পিউটার ও ওয়েব ক্যাম
ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন
কম্পিউটার ও মাইক্রোফোন
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
মতিন সাহেবের বড় নাতনী কণা ল্যাপটপে বসে বাংলাদেশ ও দক্ষিন আফ্রিকার ক্রিকেট খেলা দেখছে । এ দেখে মতিন সাহেব টার নাতনীকে বললেন “তুই ল্যাপটপে স্যাটেলাইট সংযোগ নিয়েছিস” ? কণা খেলাটি রেকর্ড করে রাখল ।
- ইন্টারনেট ব্যবহার করে
- ল্যাপটপে টিভি কার্ড সংযোগ করে
- টেলিভিশন ল্যাপটপ সংযোগ করে
ii, iii
i, iii
i, ii , iii
খেলাটি রেকর্ড করার সবচেয়ে সুবিধাজনক ডিভাইস কোনটি ?
ডিভিডি
সিডি
হার্ড ড্রাইভ
পেন ড্রাইভ
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট কয়েকটি যন্ত্রের নাম লিখ ?উত্তরঃকম্পিউটার, মনিটর, কি বোর্ড, মাউস, মোডেম, স্ক্যানার, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, সুইচ, রাউটার ইত্যাদি ।
কম্পিউটার কিভাবে কাজ করে লিখ ?
উত্তরঃকম্পিউটারের প্রধান চারটি অংশ থাকে যেমন ইনপুট, আউটপুট, মেমোরি, প্রসেসর । ইনপুট থেকে নির্দেশনা গ্রহন করে মেমরিতে রাখে তারপর তা প্রসেসর প্রসেস করে আবার মেমরিতে পাঠিয়ে দেয় ও জমা রাখে তারপর প্রয়োজনমত তা আউটপুটে প্রদর্শন করে ।
কয়েকটি ইনপুট ও আউটপুট যন্ত্রের নাম লিখ ?
উত্তরঃইনপুট যন্ত্রঃ কি বোর্ড, মাউস, স্ক্যানার ওয়েবক্যাম, ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি ।
আউটপুট যন্ত্রঃ মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি ।
কম্পিউটার মেমোরি কি ? মেমোরি কত প্রকার ও কি কি ?
উত্তরঃযেখানে তথ্য জমা থাকে তাকে মেমোরি বলে । মেমোরি দুই প্রকার যথা ১। প্রাইমারী মেমোরি ২। সেকেন্ডারি মেমোরি
প্রাইমারী মেমোরিঃ যেখানে তথ্য অস্থায়িভাবে জমা থাকে তা প্রাইমারী মেমোরি বলে । যেমনঃ র্যাম
সেকেন্ডারি মেমোরিঃ যেখানে তথ্য স্থায়ীবভাবে জমা থাকে তাকে সেকেন্ডারি মেমোরি বলে । যেমনঃ হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি রম ইত্যাদি ।
প্রসেসরের কাজ কি ?
উত্তরঃইনপুট থেকে প্রাপ্ত তথ্য প্রক্রিয়া করে তা ফলাফল আকারে আউটপুটে প্রেরন করে ।
সফটওয়্যারের কাজ কি ?
উত্তরঃকম্পিউটারের দুইটি অংশ ১। হার্ডওয়্যার ২। সফটওয়্যার । হার্ডওয়্যারকে কার্যক্ষম করার জন্য যে বিশেষ ধরণের প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে সফটওয়্যার বলে । সফটওয়্যার তিন প্রকার ১। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ২। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ৩। থার্ড পার্টি সফটওয়্যার ।
অপটিক্যাল ফাইবার কি ? কিভাবে কাজ করে?
উত্তরঃঅপটিক্যাল ফাইবার এক ধরনের নেটওয়ার্ক মিডিয়াম যার সাহায্য আলোক তরঙ্গ ব্যবহার করে তথ্য ও উপাত্ত পরিবহণ ও পরিচলন করা যায়। ডিজিটাল সিগন্যালকে আলোক তরঙ্গে রুপান্তিত করে আবার আলোক তরঙ্গকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে তথ্য আদান প্রদান করে ।
মডেম কাকে বলে ?
উত্তরঃওয়্যারলেস ডাটা যোগাযোগের জন্য মোডেম ব্যবহার করা হয় এর মধ্য মডুলেশন ও ডি মডুলেশন যুক্ত থাকার কারনে একই সাথে ডাটা গ্রহন ও প্রেরন করতে পারে ।
স্যাটেলাইট কাকে বলে ?
উত্তরঃস্যাটেলাইট এক ধরণের কৃতিম উপগ্রহ যার সাহায্য ওয়্যারলেস সিগন্যাল পাঠান ও গ্রহন করা যায় । ২০১৮ সালে বঙ্গবন্ধু ১ নামে বাংলাদেশ প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরন করে।
ওএমআর কি ? ও এম আর এর ব্যবহার লিখ ?
উত্তরঃওএমআরঃ ওএমআর এর পূর্ণ অর্থ হল অপটিক্যাল মার্ক রিডার । এটি একটি ইনপুট ডিভাইস । আলোর প্রতিফলন বিচার করে বিভিন্ন তথ্য বুঝতে পারে । বহু নির্বাচনী প্রশ্নের উত্তর যাচাই করতে ওএমআর ব্যবহার করা হয় ।
কম্পিউটারের মেমোরি কিভাবে গণনা করে লিখ ?
উত্তরঃকম্পিউটারের মেমরির একক হল বাইট । কিন্তু কম্পিউটার কাজ করে বিট হিসাবে ।
যেমনঃ ১ বাইট = ৮ বিট
১ কিলোবাইট = ১০২৪ বাইট
১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট
১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট
১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট
র্যাম ও রমের কাজ লিখ ?
উত্তরঃর্যাম RAM হল Random Access Memory । আমরা কম্পিউটারে যখন কাজ করি সেই কাজ গুলো রম বা হার্ড ডিক্সে সেভ করার আগ মুহূর্ত পর্যন্ত র্যামে জমা থাকে । কম্পিউটার বন্ধ করলে র্যামের তথ্য উপাত্ত মুছে যায় । র্যাম মাদারবোর্ডের সাথে লাগানো থাকে । রম ROM হল Read only Memory । কম্পিউটারে কাজ করার পর স্থায়ীভাবে তথ্য উপাত্ত সেভ করে রাখার জন্য রম ব্যবহার করা হয় ।
মাদারবোর্ড এর কাজ কি ? মাদারবোর্ডে কি কি থাকে ?
উত্তরঃকম্পিউটারের যে অংশ প্রসেসর, র্যাম, রম, লজিক ইউনিট, ইনপুট আউটপুট ও স্টোরেজ ডিভাইসের মধ্যে সংযোগ রক্ষা করে । একে মেইন বোর্ড বা লজিক বোর্ড ও বলা হয় ।
মাদারবোর্ডে যে অংশ গুলো থাকে –
মাইক্রোপ্রসেসর সকেট, র্যাম স্লট, চিপসেট, রম, ক্লক জেনারেটর, এক্সপানশন স্লট, পাওয়ার কানেকশন । এছাড়াও ইউএসবি, নেটওয়ার্ক পোর্ট,ভিজিএ পোর্ট ইত্যাদি থাকে ।

অধ্যায় – ৩
নিরাপদ ও নৈতিক ব্যবহার
বহু নির্বাচনী প্রশ্ন
বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক স্থান কোনটি ?বসার ঘর
শোয়ার ঘর
পড়ার ঘর
খাবার ঘর
কম্পিউটারে আসক্ত একজন ব্যক্তি
কম্পিউটারে দক্ষ হতে পারে
লেখাপড়ায় ভালো হতে পারে
অসামাজিক হয়ে যেতে পারে
জ্ঞান বিজ্ঞানে উন্নতি করতে পারে
সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে -
- ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ নাও হতে পারে
- আন্তরিকতার অভাব থাকে
- প্রতারিত হওয়ার সম্ভবনা থাকে
i
i, iii
ii, iii
i, ii, iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
রিমুর বয়স পাঁচ । ইদানিং ঘুম থেকে উঠেই সে টেলিভিশনে কার্টুন দেখতে শুরু করে । এ সময় সে বাবা মাকে বিরক্ত করে না বলে বাবা মাও বেশ খুশি ।
সময় কাটানো
প্রয়োজন মেটানো
কার্টুনের প্রতি আসক্তি
আনন্দ উপভোগ করা
রিমুর প্রতি বাবা মার আচরণে সে –
- অসামাজিক হয়ে উঠতে পারে
- শারিরিকভাবে দুরবল হয়ে বেরে উঠতে পারে
- সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে
i , ii
i, iii
ii, iii
i, ii , iii
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
হ্যাকার কাকে বলে ? হ্যাকিং কি ?উত্তরঃঅনুমিতি ছাড়া কারো কম্পিউটারে প্রবেশ করে তার ব্যাক্তিগত তথ্য উপাত্ত দেখা, চুরি করা, নষ্ট করা ইত্যাদি কাজে যে করে তাকে হ্যাকার বলে । আর এই পদ্ধতিকে বলে হ্যাকিং ।
ইন্টারনেট আসক্তি কি ?
উত্তরঃপ্রয়োজনের অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করাকে ইন্টারনেট আসক্তি বলে ।
কপিরাইট কাকে বলে ?
উত্তরঃপৃথিবীর দেশে দেশে সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদন, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য যে আইন তৈরি করা হয়েছে তাকে কপিরাইট আইন বা মেধাস্বত্ব আইন বা সংক্ষেপে কপিরাইট বলে ।
প্লেজারিজম কাকে বলে ?
উত্তরঃকোন ব্যক্তির সৃষ্টিকর্ম অনৈতিকভাবে হুবহু কপি করে নিজের নামে প্রচার করাকে প্লেজারিজম বলে ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সচেতন ব্যবহার কিভাবে করবে ?
উত্তরঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে আমাদের সচেতন হতে হবে । তা না হলে অনেক বিপদ হতে পারে তাই আমাদের অনেক সচেতন ভাবে ইন্টারনেট ব্যবহার করতে হবে ।
প্রধানত তিনটি নিয়ম মেনে চললে এই বিপদ থেকে বেচে থাকা যায় –
ইন্টারনেট কখনো একা একা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে ।
এমন জায়গায় কম্পিউটার রাখতে হবে যেন সবাই তা দেখতে পারে ।
ভুলেও কোন অপরিচিত মানুষের সাথে নাম ঠিকানা ছবি ও পাসওয়ার্ড শেয়ার করা যাবে না
ইন্টারনেট ব্যবহার করতে হবে আনন্দের জন্য , কারো কোন ক্ষতি হয় এমন কাজ করা যাবে না ।
ইন্টারনেট আসক্তি কি ? এর থেকে পরিত্রাণের উপায় কি ?
উত্তরঃকোন কিছুর অতিরিক্ত ব্যবহারকেই আসক্তি বলে । ইন্টারনেট এর অতিরিক্ত ব্যবহারকে ইন্টারনেট আসক্তি বলে । বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গেইম খেলার একটি আসক্তি দেখা দিয়েছে । ছোট্ট শিশুরা এখন কার্টুন দেখায় আসক্ত হয়ে পরেছে যার ফলে তাদের মানসিক বিকাশ বাঁধাগ্রস্ত হচ্ছে । পরিবারের অভিভাবকদের উচিত তাদের সন্তানের দিকে লক্ষ্য রাখা বেশি পরিমানে ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখা । বাহিরের বিনোদনের ব্যবস্থা করা ।

অধ্যায় – ৪
ওয়ার্ড প্রসেসিং
বহু নির্বাচনী প্রশ্ন
কম্পিউটারে লেখালেখির সফটওয়্যার কোনটি ?গ্রাফিক্স সফটওয়্যার
সিস্টেম সফটওয়্যার
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
স্প্রেড শিট সফটওয়্যার
উচ্চারন ভিত্তিক বাংলা সফটওয়্যার কোনটি ?
বিজ্ঞান
প্রবর্তন
অভ্র
লেখনী
ওয়ার্ড প্রসেসরে এনটার (Enter) কোন কাজে ব্যবহার করা হয় ?
নির্বাচিত অংশ মুছে ফেলতে
কার্সরের বাম দিকের অক্ষর মুছতে
কার্সরকে এক লাইন নিচে নামাতে
মেনু বা ডায়ালগ বক্স বাতিল করতে
কোন কিছু কপি করতে কোথায় ক্লিক করতে হয় ?
ক
গ
খ
ঘ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
রানুর জন্ম আমেরিকায় । সে বাংলায় কথা বলতে পারলেও লিখতে পারে না । সে ঠিক করেছে ঈদে দাদুকে বাংলায় চমৎকার একটি কার্ড পাঠিয়ে চমকে দেবে ।
বিজয়
প্রশিকা
লেখনী
অভ্র
রানু কার্ডটি সুন্দর ও সহজে তৈরি করতে –
- কিছু শব্দ কপি করতে পারে
- ছবি সংযুক্ত করতে পারে
- এডিটিং করে বানান শুদ্ধ করতে পারে
i
i , iii
ii, iii
i, ii, iii
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
বাংলা কি বোর্ড প্রথম কে কত সালে তৈরি করেন ?উত্তরঃ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরি সর্ব প্রথম বাংলা কি বোর্ড তৈরি করেন ।
বাংলা ইউনিকোড সফটওয়্যার এর নাম কি ?
উত্তরঃবাংলা ইউনিকোড সফটওয়্যার এর নাম অভ্র । ২০০৭ সালে তৈরি হয় ।

অধ্যায় – ৫
শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার
বহু নির্বাচনী প্রশ্ন
কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে বাংলাদেশের স্কুল ও মাদ্রাসার পাঠ্যপুস্তক ডাউনলোড করা যায় ?ঢাকা শিক্ষা বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ড
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
কারিগরি শিক্ষা বোর্ড
ওয়েবসাইটে স্কুল ও মাদ্রাসার যে পাঠ্যপুস্তকগুলো পাওয়া যায় সেগুলোকে কি বলে ।
ইন্টারনেট বুক
এনটিসিবি
ই-বুক
ডিজিটাল বুক
ইন্টারনেটের সাহায্যে –
- পাঠ বিষয়ে সহায়তা পাওয়া যায়
- ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়
- অনলাইনে ক্লাস করা যায়
i, ii
i, iii
ii, iii
i , ii, iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
গনিত ও ইংরেজিতে অনি প্রায়ই খারাপ ফলাফল করে । খেতে হয় মা বাবার বকুনি । প্রথাগতভাবে গনিত শিখতে টার ভালো লাগে না । আনন্দের সাথে গনিত শিখতে চায় । অনির ইচ্ছা সে অন্যদের মোট গনিত শিখে গনিত অলিম্পিয়াডে অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিবে ।
- ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে
- মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুদের সাহায্য নিয়ে
- কম্পিউটার ব্যবহার করে
i, iii
ii, iii
i, ii, iii
অনির জন্য গনিত শেখার সবচেয়ে সুবিধাজনক ওয়েবসাইট কোনটি ?
www.matholympiad.org.bd
www.khanacademy.org
www.mathforum.org/dr.math
www.khanacademy.org/intl/bn
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
তোমার বই হারিয়ে গেলে কোথা থেকে বই সংগ্রহ করবে ?উত্তরঃNCTB (National Curriculum and Textbook Board) থেকে ।
অপটিক্যাল ফাইবার কি ? কিভাবে কাজ করে?
উত্তরঃঅপটিক্যাল ফাইবার এক ধরনের নেটওয়ার্ক মিডিয়াম যার সাহায্য আলোক তরঙ্গ ব্যবহার করে তথ্য ও উপাত্ত পরিবহণ ও পরিচলন করা যায়। ডিজিটাল সিগন্যালকে আলোক তরঙ্গে রুপান্তিত করে আবার আলোক তরঙ্গকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে তথ্য আদান প্রদান করে ।
“প্লটো গ্রহ নয়” এ বিষয়ে জানতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাকে কিভাবে সাহায্য করবে বর্ণনা কর ?
উত্তরঃ“প্লটো গ্রহ নয়” এ বিষয়ে জানতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনেক ভাবে সাহায্য করতে পারে । যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের নানা বিষয় সম্পর্কে সহজে জানতে পারি । কিছুকাল আগেও মানুষ জানত যে প্লটো একটি গ্রহ কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমান করেছে যে প্লটো কোন গ্রহ নয় ।
কয়েকটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইটের নাম লিখ ?
উত্তরঃhttp://www.ebook.gov.bd , http://www.moedu.gov.bd, http://www.wikipedia.org , http://www.khanacademy.org , http://www.bbcjanala.com , http://www.mathforum.org/dr.math , http://www.matholympiad.org.bd ইত্যাদি ।
শিক্ষায় ইন্টারনেট এর ব্যবহার লিখ ?
উত্তরঃবর্তমানে শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার ব্যাপক । শিক্ষার প্রতিটি জায়গায় ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করা হয় । অনলাইনে ক্লাস, পরীক্ষা, রেজাল্ট তৈরি করা, রেজাল্ট পাবলিশ করা, ভর্তির আবেদন, ফলাফল দেখা, রিসার্চ বিভিন্ন ধরণের বই খোজার জন্য ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করা হয় । বিভিন্ন ধরণের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারা যায় ।
ওয়েবসাইট কি ?
উত্তরঃইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যখন কেউ তার ব্যক্তিগত, প্রতিষ্ঠানের তথ্য, গবেষণার তথ্য একটি ওয়েব পেজ এ রেখে দেয় এবং অন্যরা তার সম্পর্কে ঐ সাইট এ গিয়ে জানতে পারে সেটি আসলে ওয়েবসাইট । প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ইউআরএল থাকে । এই ইউ আর এল ঐ ওয়েবসাইটের ঠিকানা নির্দেশ করে ।
সার্চ ইঞ্জিন কাকে বলে ?
উত্তরঃইন্টারনেটের মাধ্যমে কোনকিছু খোজার জন্য যে বিশেষ ধরণের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে ।
কয়েকটি ওয়েব ব্রাউজারের নাম লিখ ?
উত্তরঃমজিলা ফায়ারফক্স , গুগল ক্রম , ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, সাফারি ইত্যাদি
কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লিখ ?
উত্তরঃগুগল, ইয়াহু, বিং, পিপীলিকা, আমাজন ইত্যাদি ।

For More Visit YOUTUBE ICTinBengali
ICT Class 8
LEARNICTBD ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7ICT Class 7