Class Eight
ict class 8
ICT Class 8
এই অধ্যায়ের ভিডিও পেতে ক্লিক করুনঅধ্যায় ১ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব)
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে ?ক। কম্পিউটার | খ। ইন্টারনেট |
গ। মোবাইল ফোন | ঘ। অপটিক্যাল ফাইবার |
ক। www.upwork.com | খ। www.elance.com |
গ। www.guru.com | ঘ। www.bikroy.com |
ক। রেডিও | খ। টেলিভিশন |
গ। কম্পিউটার | ঘ। ল্যান্ড ফোন |
-
৪। সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে –
- সাধারন মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে
- সরকারি সেবার মান উন্নয়ন হবে
- সরকারি কাজে জনগণের অংশগ্রহন নিশ্চিত হবে
ক। i | খ। i ও ii |
গ। ii ও iii | ঘ। i , ii ও iii |
-
৫। রায়হান অসুস্থ হতো না -
- জিনোম প্রযুক্তির সাহায্যে তার রোগের কারন আগেই অপসারণ করলে
- বান্দরবন বেড়াতে না গেলে
- তার শরীরের উপযোগী ঔষধ তৈরি করে খেয়ে নিলে
ক। i,ii | খ। i ও iii |
গ। ii ও iii | ঘ। i , ii ও iii |
ক। কম্পিউটার | খ। রোবট |
গ। আইসিটি | ঘ। ইন্টারনেট |
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১। গ্লোবাল ভিলেজ কি? গ্লোবাল ভিলেজ কাকে বলে?উত্তরঃ ইন্টারনেট আবিষ্কারের ফলে পৃথিবীর যেকোন প্রান্তে যে কারো সাথে আমরা যোগাযোগ করতে পারি যেমন আমরা একই গ্রামে থেকে একে অন্যের সাথে যোগাযোগ করে থাকি । তাই এই পদ্ধতিকে গ্লোবাল ভিলেজ বলে ।
২। তথ্য ও উপাত্ত কাকে বলে ?
উত্তরঃ উপাত্ত হল তথ্যের একটি অংশ মাত্র । উপাত্তকে প্রক্রিয়া করে সঠিক কাঠামো দিয়ে যখন উপস্থাপন করা হয় এবং তা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে তথ্য বা ইনফরমেশন বলে ।
৩। অপটিক্যাল ফাইবার কি ? কিভাবে কাজ করে?
উত্তরঃ অপটিক্যাল ফাইবার এক ধরনের নেটওয়ার্ক মিডিয়াম যার সাহায্য আলোক তরঙ্গ ব্যবহার করে তথ্য ও উপাত্ত পরিবহণ ও পরিচলন করা যায়। ডিজিটাল সিগন্যালকে আলোক তরঙ্গে রুপান্তিত করে আবার আলোক তরঙ্গকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে তথ্য আদান প্রদান করে ।
৪। আইসিটি ICT এর পূর্ণ অর্থ কি ?
উত্তরঃ আইসিটি পূর্ণ অর্থ হল ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলোজি ।
৫। ই বুক কি ?
উত্তরঃ ই বুক হল ইলেকট্রনিক বুক ।
৬। টেলিমেডিসিন কি অথবা টেলি মেডিসিন কাকে বলে?
উত্তরঃ টেলিফোন ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহন করার পদ্ধতিকে টেলি মেডিসিন বলে ।
৭। এটিএম এর পূর্ণ অর্থ কি ?
উত্তরঃ এটিএম এর পূর্ণ অর্থ হল অটোমেটেড ট্রেলার মেশিন ।
৮। ই কমার্স কি ?
উত্তরঃ ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে কেনাকাটার যে পদ্ধতি তাকে ই কমার্স বলে।
৯। জিপিএস কাকে বলে ?
উত্তরঃ জিপিএস এর পূর্ণ অর্থ হল গ্লোবাল পজিশনিং সিস্টেম । ইন্টারনেট ব্যবহার করে যে কোন এলাকার রাস্তা ঘাটের অবস্থান জানা যায় ।
১০। জিনোম কি ?
উত্তরঃ একটি ডিএনএ এর সকল জিনসহ একটি সম্পূর্ণ জিনের সেট ।
এই অধ্যায়ের ভিডিও পেতে ক্লিক করুন -
অধ্যায় ২ (কম্পিউটার নেটওয়ার্ক)
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে ?ক। মেস টপোলজি | খ। রিং টপোলজি |
গ। স্টার টপোলজি | ঘ। ট্রি টপোলজি |
ক। মেস টপোলজিতে | খ। রিং টপোলজি |
গ। স্টার টপোলজি | ঘ। ট্রি টপোলজি |
ক। তথ্য | খ। উপাত্ত |
গ। কম্পিউটার | ঘ। ইন্টারনেট |
-
৪। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজ হল –
- মিডিয়া থেকে তথ্য নিয়ে ক্লায়েন্টকে দেওয়া
- ক্লায়েন্ট হতে তথ্য নিয়ে নেটওয়ার্কে দেওয়া
- কম্পিউটারকে বিভিন্ন ধরণের সেবা প্রদান করা
ক। i | খ। i ও ii |
গ। ii ও iii | ঘ। i , ii ও iii |
করিম সাহেব শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপি ইত্যাদি সবকিছুই তার ড্রপবক্সে সংরক্ষণ করেন। তিনি একবার লন্ডনে একটি সেমিনারে যোগ দিলেন । সেমিনার চলাকালীন তিনি উচ্চ শিক্ষার একটা সুযোগ পান । এজন্য তাকে কিছু সনদের কপি দিতে হয়েছিল । তিনি কাজটি সহজেই করে ফেললেন ।
৫। এক্ষেত্রে করিম সাহেব সনদগুলো কিভাবে পেলেন -
ক। ডাকযোগে | খ। ফ্যাক্সের মাধ্যমে |
গ। কম্পিউটার ব্যবহার করে | ঘ। ইন্টারনেট |
এটি যেকোন স্থানে খোলা যায়
এতে তথ্য গোপন ও সংরক্ষিত থাকে
সিডির মাধ্যমে বহন করা যায়
ক। i | খ। i ও ii |
গ। ii ও iii | ঘ। i , ii ও iii |
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১। কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে ?উত্তরঃ দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোন মাধ্যম দিয়ে এক সাথে জুরে দিলে তারা যদি নিজেদের মধ্যে তথ্য বা উপাত্ত আদান প্রদান করতে পারে তাহলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে ।
২। সার্ভার কম্পিউটার কাকে বলে ?
উত্তরঃ সার্ভার শব্দটি Serve থেকে এসেছে । এর সামগ্রিক অর্থ হল সার্ভিস প্রদান করা । একটি নেটওয়ার্কে এক বা একাধিক সার্ভার কম্পিউটার থাকতে পারে ।
৩। ক্লায়েন্ট কম্পিউটার কাকে বলে বা ক্লায়েন্ট কাকে বলে ?
উত্তরঃ সার্ভার থেকে যে সার্ভিস গ্রহন করে তাকে ক্লায়েন্ট বলে । একটি নেটওয়ার্কে অনেক ক্লায়েন্ট থাকতে পারে ।
৪। মিডিয়া কাকে বলে ?
উত্তরঃ একটি কম্পিউটারের সাথে অন্য আরেকটি কম্পিউটারকে জুরে দেওয়ার জন্য যে বস্তুগুলো ব্যবহার করা হয় সেগুলোকে মিডিয়া বলে । যেমনঃ তার
৫। নেটওয়ার্ক কার্ড বা এডাপটার কাকে বলে ?
উত্তরঃ একটি কম্পিউটার অন্য আরেকটি কম্পিউটারের সাথে সোজাসুজি যোগাযোগ করতে পারে না তার জন্য একটি এডাপটার বা কার্ড ব্যবহার করতে হয় যাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা NIC বলে ।
৬।নেটওয়ার্ক প্রটোকল কাকে বলে ?
উত্তরঃ নেটওয়ার্কের অধীন কম্পিউটার গুলোকে একে অন্যের সাথে যোগাযোগ করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় এই নিয়ম কানুন গুলোকে এক সাথে প্রটোকল বলে ।
৭। টপোলজি কাকে বলে ?
উত্তরঃ কোন কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার সময় ইউজারের উপর ভিত্তি করে নির্দিষ্ট নিয়ম মেনে তা তৈরি করা হয় তাকে টপোলজি বলে । যেমনঃ বাস, স্টার, মেস, রিং ইত্যাদি ।
৮। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি ?
উত্তরঃ কম্পিউটার নেটওয়ার্ক সাধারণত চার প্রকার
১। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক
২। লোকাল এরিয়া নেটওয়ার্ক
৩। মেট্রোপলিটান এরিয়ায় নেটওয়ার্ক
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
৯। বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি ?
উত্তরঃ পিপীলিকা
১০। হাব কি ?
উত্তরঃ হাব একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্ক এ অবস্থিত ডিভাইস সমূহকে একত্রে যুক্ত করা হয় ।
১১। সুইচ কাকে বলে ?
উত্তরঃ সুইচ হাবের মত কাজ করে কিন্তু পার্থক্য হল হাব একা একা সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু সুইচ সিধান্ত নিতে পারে এবং সরাসরি নির্দিষ্ট ডিভাইসের মধ্যে তথ্য উপাত্ত পাঠাতে পারে ।
১২। রাউটার কাকে বলে ?
উত্তরঃ রাউটার শব্দটি রুট থেকে এসেছে । একই প্রটোকলের উপর ভিত্তি করে দুইটি নেটওয়ার্ক এর মধ্যে তথ্য আদার প্রদান করার জন্য রাউটার ব্যবহার করা হয় । রাউটার এর কাজ হল পথ দেখান ।
১৩। মডেম কাকে বলে ?
উত্তরঃ ওয়্যারলেস ডাটা যোগাযোগের জন্য মোডেম ব্যবহার করা হয় এর মধ্য মডুলেশন ও ডি মডুলেশন যুক্ত থাকার কারনে একই সাথে ডাটা গ্রহন ও প্রেরন করতে পারে ।
১৪। স্যাটেলাইট কাকে বলে ?
উত্তরঃ স্যাটেলাইট এক ধরণের কৃতিম উপগ্রহ যার সাহায্য ওয়্যারলেস সিগন্যাল পাঠান ও গ্রহন করা যায় । ২০১৮ সালে বঙ্গবন্ধু ১ নামে বাংলাদেশ প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরন করে।
১৫। অপটিক্যাল ফাইবার কি ?
উত্তরঃ অপটিক্যাল ফাইবার হল এক ধরণের স্রু কাচের তন্তু যার সাহায্যে পূর্ণ অভ্যন্তরিন প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল পাঠান হয় । দ্রত গতির ডাটা ট্রান্সফারের কারনে অপটিক্যাল ফাইবার তার ব্যবহার করা হয়।
ict class 8
এই অধ্যায়ের ভিডিও পেতে ক্লিক করুন -
অধ্যায় ৩ ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার )
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোনটি ক্ষতিকর সফটওয়্যার ?ক। মাইক্রোসফট ওয়ার্ড | খ। ট্রোজান হর্স |
গ। গুগল ক্রম | ঘ। মজিলা ফায়ারফক্স |
ক। ব্ল্যাক-হ্যাট হ্যাকার | খ। হোয়াইট হ্যাট হ্যাকার |
গ। ব্ল-হ্যাট হ্যাকার | ঘ। গ্রে হ্যাট হ্যাকার |
দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে
জটিল ধরণের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে
নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে
ক। i | খ। i ও ii |
গ। ii ও iii | ঘ। i , ii ও iii |
কয়েকটি নমুনা পাসওয়ার্ডঃ
1.rakib 2. baBualAmin1985
3.Shaymol 4. Piku2014
৪। পাঠ্যপুস্তকের তথ্যের আলোকে কোন পাসওয়ার্ডটি বেশি উপযোগী ?
ক। ১ | খ। ২ |
গ। ৩ | ঘ। ৪ |
অন্যরা সহজেই পাসওয়ার্ডটি জেনে যেতে পারে
গোপনীয়তা নস্ত হতে পারে
পাসওয়ার্ড মনে রাখা কঠিন হতে পারে
ক। i | খ। i ও ii |
গ। ii ও iii | ঘ। i , ii ও iii |
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ
১। হ্যাকার কাকে বলে ? হ্যাকিং কি ?উত্তরঃ অনুমিতি ছাড়া কারো কম্পিউটারে প্রবেশ করে তার ব্যাক্তিগত তথ্য উপাত্ত দেখা, চুরি করা, নষ্ট করা ইত্যাদি কাজে যে করে তাকে হ্যাকার বলে । আর এই পদ্ধতিকে বলে হ্যাকিং ।
২। ফায়ারওয়াল কাকে বলে ?
উত্তরঃ অননুমোদিত কাউকে নেটওয়ার্ক কে প্রবেশে বাধা প্রদান করার জন্য নেটওয়ার্ক নিরাপত্তা দেয়ালকে ফায়ারওয়াল বলে ।
৩। Captcha কি ? কাকে বলে ?
উত্তরঃ মানুষ ও রোবট কে আলাদা ভাবে সনাক্ত করার জন্য এক ধরণের পদ্ধতি ব্যবহার করা হয় এই পদ্ধতিকে Captcha বলে ।
৪। ক্ষতিকারক সফটওয়্যার কাকে বলে ?
উত্তরঃ যে সকল সফটওয়্যার কম্পিউটারের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটায়, হার্ডওয়্যার ইন্টারফেস নষ্ট করে দেয় এমনকি কম্পিউটার পর্যন্ত নষ্ট করে দিতে পারে এসব সফটওয়্যার কে ক্ষতিকারক সফটওয়্যার বা মেলিসিয়াস সফটওয়্যার বলে ।
৫। ম্যালওয়ার কত প্রকার কি কি ?
উত্তরঃ ম্যালওয়ার তিন প্রকার ১। কম্পিউটার ভাইরাস ২। কম্পিউটার ওয়ার্ম ৩। ট্রোজান হর্স
৬। কম্পিউটার ভাইরাস কাকে বলে ?
উত্তরঃ কম্পিউটার ভাইরাস হল এমন এক ধরণের ম্যালওয়ার যা কার্যকারী ফাইলের সাথে যুক্ত থাকে ফাইলটি যখন রান করানো হয় তখন অন্যান্য ফাইলগুলো ভাইরাসে আক্রান্ত হয় ।
৭। কম্পিউটার ওয়ার্ম কাকে বলে ?
উত্তরঃ কম্পিউটার ওয়ার্ম হল এমন এক ধরণের ম্যালওয়ার যা নেটওয়ার্কের মধ্যে একা একা ছড়িয়ে পড়ে এবং কম্পিউটার এর কাজ করার ক্ষমতা নষ্ট করে দেয় ।
৮। ম্যালওয়ার থেকে বেঁচে থাকার উপায় কি ?
উত্তরঃ ম্যালওয়ার থেকে বেঁচে থাকার প্রধান উপায় হল এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা, পেন ড্রাইভ ও মেমোরি ব্যবহার না করা, অবিশ্বাস যোগ্য যে কোন ওয়েবসাইট এর লিঙ্ক এ না যাওয়া ।
৯। কয়েকটি এন্টিভাইরাসের নাম লিখ ? উত্তরঃ নরটন, অ্যাভাস্ট, কাসপারেস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেন্সিয়াল ইত্যাদি ।
১০। পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা লিখ ?
-
উত্তরঃ পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা হল –
- কেউ সহজে কম্পিউটারে প্রবেশ করতে পারে না ।
- গোপনীয়তা রক্ষা করা যায় ।
- নিরাপত্তা নিশ্চিত করা যায় ।
- হ্যাকিং করতে পারে না ।
- তথ্য উপাত্ত নষ্ট হওয়ার ভয় থাকে না ।
উত্তরঃ স্প্যাম, প্রতরনা, আপত্তিকর তথ্য প্রকাশ, হুমকি প্রদর্শন, সাইবার যুদ্ধ এসব কাজকে সাইবার অপরাধ হিসেবে গণ্য করা হয় ।
১২। তোমার কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে তুমি কি করবে ?
উত্তরঃ প্রথমে এন্টিভাইরাস দিয়ে কম্পিউটার স্ক্যান করে ভাইরাস গুলো ডিলিট করে দিব । তারপর ভাইরাস আক্রান্ত ফাইল গুলো ডিলিট করে দিব। তারপর ও কাজ না হলে কম্পিউটারকে নতুন করে অপারেটিং সফটওয়্যার দিয়ে দিব ।
১৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুর্নীতি নিরসনে ভূমিকা রাখতে পারে – ব্যাখ্যা কর ?
উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে দুর্নীতি নিরসনে ব্যাপক ভূমিকা রেখেছে কারন তথ্য এখন আর কাগজের ফাইল নির্ভর নয় যার ফলে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি সহজতর হয়ে গেলো । দুর্নীতি করে আর্থিক লেনদেন করলে টা প্রকাশ পেয়ে যাচ্ছে যার ফলে দুর্নীতি করা কষ্টকর হয়ে যাচ্ছে। ই টেন্ডার এর মাধ্যমে কাজ প্রাপ্তির ফলে সেখানে ও দুর্নীতি কমেছে ।
ict class 8
এই অধ্যায়ের ভিডিও পেতে ক্লিক করুন -
অধ্যায় – ৪ ( স্প্রেডশিটের ব্যবহার )
বহু নির্বাচনী প্রশ্ন
১। প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি ?
ক। মাইক্রোসফট এক্সেল | খ। ভিসিক্যালক |
গ। ওপেন অফিস ক্যালক | ঘ। কেস্প্রেড |
ক। বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে | খ। ব্যবসার হিসাব নিকাশ করতে |
গ। ডাক্তারি পরিক্ষা করতে | ঘ। ক্রিকেট খেলার রান হিসেব করতে |
ক। কুইক টুলবার | খ। মেনুবার |
গ। রিবন | ঘ। স্ট্যাটাস বার |
হিসাব নিকাশ সহজ করে দিয়েছে
কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে
অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব করেছে
ক। i | খ। i ও ii |
গ। ii ও iii | ঘ। i , ii ও iii |
প্রাথমিক সমাপণী পরীক্ষার ফলাফল
জিরাব প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ১০ জন
দিরাই প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ১৫ জন
নলাম প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ৫ জন
পলাশ প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ১৮ জন
৫। বিদ্যালয়গুলোর তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে এক্সেলের কোন অপশনটি ব্যবহার সুবিধাজনক ?
ক। টেবিল | খ। চার্ট |
গ। ফর্মুলা | ঘ। ফিল্টার |
মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে ।
জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর শতকরা হার পাওয়া যাবে
বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে ।
ক। i | খ। i ও ii |
গ। ii ও iii | ঘ। i , ii ও iii |
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১। কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লিখ ?
উত্তরঃ ভিসিক্যালক, মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক, কেস্প্রেড ইত্যাদি ।
২। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের সুবিধাগুলো লিখ ?
উত্তরঃ স্প্রেডশিট ব্যবহার করে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায় । সুত্র প্রয়োগ করে অনেক জটিল হিসাব অনেক সহজে করা যায় । অনেক তথ্য উপাত্ত সহজে উপস্থাপন করা যায় । ডাক ও ইমেইল ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা যায় ।
৩। নতুন স্প্রেডশিট ফাইল খোলার পদ্ধতি বর্ণনা কর ?
উত্তরঃ All Program ⇒ Microsoft Office ⇒ Microsoft Office Excel ⇒ File ⇒New
৪। পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক ?
উত্তরঃ স্প্রেডশিটের মাধ্যমে অনেক জটিল ফর্মুলা ব্যবহার করা যায় যার ফলে অনেক সহজে ডাটা উপাত্ত প্রকাশ করা যায়। ফর্মুলা ব্যবহার করে পাস ফেলের সংখ্যা বের করা যায়। গ্রেড অনুযায়ী ছাত্র ছাত্রীর সংখ্যা বের করা যায় । চার্টের মাধ্যমে ফলাফল প্রকাশ করা যায় ।
৫। স্প্রেডশিট এ যোগ বিয়োগ করা সুবিধাজনক কেন ?
উত্তরঃ স্প্রেডশিটে ফর্মুলা ব্যবহার করে যোগ বিয়োগ করা যায় যার ফলে ভুল হওয়ার সম্ভবনা থাকে না ।
ict class 8
এই অধ্যায়ের ভিডিও পেতে ক্লিক করুন -
অধ্যায় – ৫ ( শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার )
বহু নির্বাচনী প্রশ্ন
১। বাংলা সার্চ ইঞ্জিন কোনটি ?ক। বিং | খ। গুগল |
গ। ইয়াহু | ঘ। পিপীলিকা |
ক। ইমারজেন্সি মেইল | খ। ইলেকট্রিক্যাল মেইল |
গ। ইঞ্জিনিয়ারিং মেইল | ঘ। ইলেকট্রনিক মেইল |
ইন্টারনেট সংযোগ নিতে হবে
নিয়মিত পত্রিকার মুল্য পরিশোধ করতে হবে
ওয়েবসাইট ব্রাউজ করা শিখে নিতে হবে
ক। i ও ii | খ। i ও iii |
গ। ii ও iii | ঘ। i , ii ওiii |
ইরা তার ভাগ্নি তপাকে বলল তোমার আব্বুকে বলবে রাত ১১ টায় আমি ছবিসহ একটি ইমেইল পাঠাবো । তপা বলল খালামনি, তুমি সকাল ১০ টায় মেইল করো । রাত ৯ টার পর আমাদের কম্পিউটার বন্ধ থেকে ।
৪। এক্ষেত্রে ইরার কখন ইমেইল করা উচিত ?
ক। রাত ১০ টায় | খ। রাত ১১ টায় |
গ। সকাল ১০ টায় | ঘ। বেলা ১১ টায় |
ছবিটি Attach করে
ছবিটি Scan করে
ছবিটি Paste করে
ক। i | খ। i ও ii |
গ। ii ও iii | ঘ। i , ii ও iii |
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার লিখ ?
উত্তরঃ বর্তমান বিশ্বে ইন্টারনেট একটি অপরিহার্য অংশের নাম । আমাদের আধুনিক জীবনের প্রায় প্রতিটি কাজে এর ব্যবহার জড়িয়ে আছে । কৃষি, শিক্ষা, ব্যবসা বানিজ্য, খেলাধুলা, সামাজিক যোগাযোগ, রাষ্ট্রীয় কাজে, ব্যাংক বিমা প্রতিষ্ঠান সহ প্রায় সব কাজে ইন্টারনেট ব্যবহার করা হয়।
২। একটি ইমেইল একাউন্ট খোলার পদ্ধতি বর্ণনা কর ?
উত্তরঃ
- গুগলের ওয়েবসাইটে যাও www.google.com or www.mail.google.com
- নতুন একাউন্ট তৈরির জন্য Create New Account লেখার উপর ক্লিক কর ।
- নির্দিষ্ট জায়গায় First Name , Last Name দিতে হবে ।
- নির্দিষ্ট জায়গায় UserName দিতে হবে ।
- নির্দিষ্ট জায়গায় UserName দিতে হবে ।
- তারপর Next ক্লিক করতে হবে ।
- নির্দিষ্ট জায়গায় Gender দিতে হবে ।
- নির্দিষ্ট জায়গায় Date of Birth দিতে হবে ।
- তারপর Mobile Number দিতে হবে ।
- তারপর Next ক্লিক করতে হবে ।
History of Computer
৩। কিভাবে একটি ইমেইল পাঠাবে তা লিখ ?
উত্তরঃ
- প্রথমে ওয়েবসাইটে যাও ।
- ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন কর ।
- তারপর কম্পোজ এ ক্লিক কর ।
- এখন যাকে পাঠাতে চাও তার ইমেইল এড্রেস লিখ
- সাবজেক্ট এ কি বিষয়ে ইমেইল করতে চাও তা লিখ ?
- এখন বডিতে তোমার মনের কথা লিখে দাও
- এখন সেন্ড এ ক্লিক করো ।
- সাইন আউট করে বের হয়ে যাও ।
উত্তরঃ ইন্টারনেট ব্যবহার করে ইবুক থেকে ডাউনলোড করে নিয়ে ।
৫। “প্লটো গ্রহ নয়” এ বিষয়ে জানতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাকে কিভাবে সাহায্য করবে বর্ণনা কর ?
উত্তরঃ “প্লটো গ্রহ নয়” এ বিষয়ে জানতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনেক ভাবে সাহায্য করতে পারে । যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের নানা বিষয় সম্পর্কে সহজে জানতে পারি । কিছুকাল আগেও মানুষ জানত যে প্লটো একটি গ্রহ কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমান করেছে যে প্লটো কোন গ্রহ নয় ।
Visit for Results ict class 8 ict class 8 ict class 8 ict class 8 ict class 8 ict class 8 ict class 8 ict class 8 ict class 8