NTRCA ICT Computer MCQ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ( স্কুল সমপর্যায়)
১। এনটিআরসিএ (NTRCA) পূর্ণরূপ কি ?
উত্তরঃ বেসরকারি শিক্ষিক নিবন্ধন ও প্রত্যায়ন
কর্তৃপক্ষ (Non – Government Teachers Registration and Certification Authority)
২। HTML এর পূর্ণ অর্থ কি? (২০১৬)
ক। High Time Made up Language | খ। Hyper Text Multi Language |
গ। Hyper Text Markup Language | ঘ। High Teller Maximum Language |
৩।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠান কে? (২০১৫, ২০১৪)
ক। স্টিফেন হকিংস | খ। মার্ক জুকারবার্গ |
গ।মার্টিন কুপার | ঘ। আলেকজান্ডার |
৪। VDU এর পূর্ণ রূপ কি? (২০১৫)
ক। Video Display Unit | খ। Video Device Unit |
গ। Visual Display Unit | ঘ। Visual Device Unit |
৫। Mouse একটি (২০১৫)
ক। Software | খ। Output Device |
গ। Input Device | ঘ। Input-Output Device |
৬। সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে (২০১৫)
৭। ROM এর পূর্ণ অর্থ কি? (২০১৪)
ক। Random Only Memory | খ। Read Only Memory |
গ। Radio Only Memory | ঘ। Ranging Only Memory |
৮। টেলিফোনের জনক কে (২০১৩)
ক। আলেকজান্ডার গ্রাহামবেল | খ। কুপার |
গ। আইকেন | ঘ। এডিসন |
৯। ইন্টারনেট কবে আবিষ্কার হয়? (২০১২)
ক। ১৯৬০ সালে |
খ। ১৯৬৯ সালে |
গ। ১৯৭০ সালে | ঘ। ১৯৮১ সালে |
১০। ১ মেগাবাইট = কত কিলোবাইট (২০১১)
ক। ১০০০ | খ। ৫১২ |
গ। ১০২৬ | ঘ। ১০২৪ |
১১। SMS এর পূর্ণরুপ কি ?(২০১৯)
ক। Short Message Service | খ। Short Mail Service |
গ। Simple Massage Service | ঘ। Simple Mail Service |
১২। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয় ? (২০১৯)
ক। রম | খ। সিডি |
গ। RAM | ঘ। ডিভিডি |
১৩। বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১ কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে ?(২০১৯)
ক। যুক্তরাষ্ট্র | খ। চীন |
গ। ফ্রান্স | ঘ। যুক্তরাজ্য |
১৪। বাংলাদেশে প্রথম ই বুক কোনটি ? (২০১৮)
ক। একুশ ই বুক | খ। ডিজিটাল ই বুক |
গ। স্বাধীনতা ই বুক | ঘ। বাংলাদেশ ই বুক |
১৫। স্ক্যানার কি ধরনের ডিভাইস ? (২০১৮)
ক। ইনপুট | খ। প্রসেসিং |
গ। আউট পুট | ঘ। মেমোরি |
বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ( কলেজ সমপর্যায়)
১। ফেসবুক কত সালে প্রতিষ্ঠা করা হয় (২০১৬)
ক। ২০০০ | খ। ২০০৩ |
গ। ২০০৪ | ঘ। ২০০৫ |
২।কম্পিউটারের মুল মেমোরি তৈরি হয় কি দিয়ে (২০১৫)
ক। আয়রন | খ। সিলিকন |
গ। কার্বন | ঘ। অ্যালুমিনিয়াম |
৩। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি (২০১৪, ২০১৯)
ক। পিপীলিকা | খ। ফড়িং |
গ। মৌমাছি | ঘ। দোয়েল |
৪। নিচের কোনটি দিয়ে কম্পিউটারে নির্দেশ দেয় (২০১৪)
ক। সিপিইউ | খ। কি বোর্ড |
গ। প্রিন্টার | ঘ। মনিটর |
৫। ইউনিক্স কি ?(২০১৩)
ক। এক ধরণের সফটওয়্যার | খ। একটি অপারেটিং সিস্টেম |
গ। একটি গ্রাফিক্স প্রোগ্রাম | ঘ। এক ধরণের প্যাকেজ প্রোগ্রাম |
৬। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ? (২০১২)
ক। চালর্জ ব্যাবেজ | খ। বিল গেটস |
গ। অ্যাডা অগাস্টা | ঘ। কেউ নয় |
৭। ইন্টারনেটের জনক কে? (২০১১)
ক। Charles Babej | খ। Vinton Gray Cerf |
গ। Vinton Gray | ঘ। Bill Gates |
৮। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত (২০১১)
ক। কালিয়াকৈর গাজিপুর | খ। ঢাকার সাভারে |
গ। সিলেট জেলার বিয়ানীবাজার | ঘ। চট্টগ্রামের রাউজানে |
৯। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তি কে কি বলা হয়? (২০১৯,২০১৭)
ক। ইন্টারকম | খ। ইন্টারনেট |
গ। ই মেইল | ঘ। ইন্টারস্পীড |
https://learnictbd.com/bcs/ https://learnictbd.com/bpsc/ https://learnictbd.com/others/ http://www.ntrca.gov.bd/