PHP & MYSQL
php mysql
php mysql
প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত একটি ভাষা নিয়ে আলোচনা করবো । বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েবসাইট তৈরির ভাষা হল পিএইচপি । পিএইচপি এর পূর্ণ অর্থ হল PHP: Hypertext Preprocessor যার সাহায্যে খুব সহজেই একটি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন । আমার এই টিউটোরিয়ালে পিএইচপি এর ইলিমেনট গুলোর ব্যবহার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং ডাটাবেস ভাষা মাইএসকুয়েল করে কিভাবে ওয়েবসাইটকে ডাইনামিক করা যায় তার একটি ধারণা দেয়ার চেষ্টা করব । আসুন তাহলে শুরু করা যাক......
এখন প্রশ্ন হল পিএইচপি শেখার আগে কি কি শিখতে হবে নাকি প্রথমে থেকে পিএইচপি দিয়ে শুরু করা যাবে । পিএইচপিতে কাজ শুরু করার আগে আপনাকে অবশ্যই বেসিক এইচটিএমএল, সিএসএস ও জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণা থাকতে হবে ।
এখন কিভাবে পিএইচপিতে কাজ শুরু করবেন । তার জন্য নিচের ধাপগুলো ফলো করতে হবে ।
১। যেকোন একটি ওয়েব সার্ভার ইন্সটল করতে হবে । যেমনঃ XAMPP,WAMP
২। যেকোন একটি ডাটাবেস সফটওয়্যার ইন্সটল করতে হবে ।
৩। পিএইচপি কোড লেখার IDE: Integrated development environment ইন্সটল করতে হবে । যেমনঃ Notepad++, Sublime ইত্যাদি ।
আরও বিস্তারিত দেখতে পারেন এখানে http://php.net/manual/en/install.php
এবার আসুন আমরা একটি সাধারণ সিনট্যাক্স দিয়ে আমাদের টিউটোরিয়াল শুরু করি ।
<!DOCTYPE html>
<html>
<body>
<?php
echo "My first PHP script!";
?>
</body>
</html>
পিএইচপি এর কোড আপনারা এইচটিএমএল কোডের মধ্যেও লিখতে পারেন অথবা আইডিই ব্যবহার করে শুধু পিএইচপি এর কোড লিখতে পারেন ।
<?php
echo "learnictbd.com";
?>
উপরের মত করে পিএইচপি এর কোড লিখতে হয় । যেমন <?php দিয়ে শুরু করে ?> দিয়ে শেষ করতে হয়। এখানে echo দ্বারা “ ” এর মাঝের অংশকে প্রিন্ট করার কমান্ড দেয়া হয়েছে । ডবল কোটেশনের মাঝের অংশকে স্ট্রিং বলে । এই টিউটোরিয়ালের মাঝে এসবের বিস্তারিত আলোচনা থাকবে । পিএইচপিতে কোন কমান্ড লেখার শেষে অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে নতুবা এরোর মেসেজ আসবে ।
পিএইচপি এর কোন ফাইল সেভ করার জন্য তা অবশ্যই .php দিয়ে সেভ করতে হবে ।
পিএইচপি একটি কেস সেনসিটিভ ভাষা কি ওয়ার্ড ছাড়া অন্য সব যেমন ক্লাস,ভেরিয়াবল,ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন কেস সেনসিটিভ ।
পিএইচপি তে কমেন্ট কিভাবে লিখবেন তার আগে জেনে নেই কমেন্ট কেন লিখবেন । অনেকে এই ভুলটি করে থাকেন তারা মনে করেন কমেন্ট লেখার দরকার নেই এইটা একটা ভুল প্রয়োগ । কমেন্ট লেখার সুবিধা হল পরবর্তীতে কোন কিছুর পরিবর্তন করার প্রয়োজন হলে তা কমেন্ট দেখে সহজে খুজে বের করা যায় । এবার দেখা যাক কিভাবে কমেন্ট লিখবেন ।
// এর মাধ্যমে এক লাইনের কমেন্ট লেখা হয় । তাছাড়া # দ্বারাও এক লাইনের কমেন্ট লেখা হয় । যেমনঃ <?php
// This is a single-line comment
# This is also a single-line comment
?>
/* */ এর দ্বারা মাল্টিলাইন কমেন্ট লেখা হয় । যখন কোন কোডের বিস্তারিত লেখার প্রয়োজন হয় তখন এটা ব্যবহার করা হয় ।
<?php
/*
learnictbd.com
*/
?>
php mysql php mysql php mysql php mysql php mysql php mysql php mysql php mysql