About
Sharif Ahmed
Web Designer & IT Blogger @ https://learnictbd.com/
Former IT Officer at Sonic Prime Group
Former Junior IT Executive at Suncity Apparels Ltd
Former Instructor Web Design & Development at CSLiT
Former Instructor & Course Coordinator at Go@ltech Computers
Msc in Computer Science & Information Technology, Southern University, Chittagong.
Bsc in Computer Science & Engineering, Dhaka International University, Dhaka.
Diploma in Computer Technology, Rangpur Polytechnic Institute, Rangpur.
SSC in Electrical, Gaibandha Technical School & College, Gaibandha
৫ বছরের অধিক সময় কম্পিউটার এর নানা বিষয়ে ট্রেইনিং দিয়ে আসছি। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়কে বাংলা ভাষায় সবার নিকট সহজ ও সাবলীল ভাবে সবার কাছে তুলে ধরার নিমিত্তে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমার এই সাইট থেকে যদি সামান্য উপকৃত হন তাহলেই আমার পরিশ্রম স্বার্থক। আমার এই সাইটে আপনারা কম্পিউটার সম্পর্কিত প্রায় সকল সমস্যার সমাধান পাবেন বলে আমি আশা রাখি । এই সাইটে আছে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যা পরীক্ষায় শিক্ষার্থীদের ভাল ফলাফল প্রাপ্তিতে যথেষ্ট সহায়তা করতে পারবে বলে আমার বিশ্বাস। তাছারা বিসিএস, পিএসসি নন ক্যাডার, ব্যাংক জব, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত সালের এমসিকিউ প্রশ্নের সমাধান সহ সাজেশন দেওয়ার চেষ্টা করেছি । sharifahmedcse
মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এর ভিডিও ও টেক্সট টিউটোরিয়াল যা ব্যবহার করে বাসায় বসে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এর কাজ শিখতে পারবেন। আরও আছে ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল যা PHP& MYSQl, ASP.Net, HTML5, CSS3, JavaScript সহ আরও অনেক বিষয়ের সমস্যার সমাধান। এই ওয়েবসাইটে আরো আছে হার্ডওয়্যার ও নেটওয়ার্ক সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং আপনার কমেন্টের মাধ্যমে আপনার আপনাদের সমস্যার কথা জানাতে পারেন । ওয়েবসাইটে নিয়মিতভাবে বর্তমান সময়ের বহুল আলোচিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত নানা বিষয়ে সংক্ষিপ্ত আকারে সহজ ও সাবলীল ভাষায় ব্লগ লেখার চেষ্টা করেছি যা আপনাদের সমসাময়িক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ধারনা দিবে । আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার কাজের অনুপ্রেরণা দিবেন ।sharifahmedcse
You must be logged in to post a comment.